বিনোদন

TRP: পিছিয়ে পড়ল পরিণীতা, সবাইকে পিছনে ফেলে শীর্ষে জনপ্রিয় দুই ধারাবাহিক, দেখেনিন তালিকা

প্রতি বছরের মতো এবারেও আইপিএল শুরু হতেই টেলিভিশন রেটিং পয়েন্টে (টিআরপি) প্রভাব পড়েছে। কমেছে প্রায় সকল জনপ্রিয় মেগা সিরিয়ালের দর্শক সংখ্যা। এর জেরেই দীর্ঘদিনের টপার ‘পরিণীতা’ হারাল তার শীর্ষস্থান। প্রায় ১৫ বার টিআরপি তালিকার শীর্ষে থাকার পর, এই সপ্তাহে ‘পরিণীতা’ নেমে এসেছে দ্বিতীয় স্থানে, যার প্রাপ্ত রেটিং ৬.৯।

তবে এই সপ্তাহের বেঙ্গল টপার একটি নয়, বরং দুটি ধারাবাহিক। স্টার জলসার ‘জগদ্ধাত্রী’ এবং জি বাংলার ‘ফুলকি’ যৌথভাবে ৭.০ রেটিং পেয়ে বেঙ্গল টপারের মুকুট নিজেদের মাথায় তুলেছে। অন্যদিকে, ‘ফুলকি’-র কাছে স্লট হারালেও তৃতীয় স্থান ধরে রেখেছে জি বাংলার ‘রাঙামতি তীরন্দাজ’, যার প্রাপ্ত রেটিং ৫.৯।

চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’, যার রেটিং ৫.৮। ‘পরিণীতা’-র সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পারলেও, ধারাবাহিকটির নম্বর বেশ ভালোই রয়েছে। পঞ্চম স্থানে ফের যৌথভাবে বিরাজ করছে দুটি ধারাবাহিক – জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ এবং স্টার জলসার ‘গীতা এলএলবি’। অর্থাৎ, সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে নিজেদের অবস্থান ধরে রেখেছে এই দুটি জনপ্রিয় ধারাবাহিক।

একসময়ের টিআরপি টপার জি বাংলার ‘কথা’ ধারাবাহিকের দর্শক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। টপার ‘জগদ্ধাত্রী’-র সঙ্গে প্রতিযোগিতায় আর পেরে উঠছে না এই ধারাবাহিক। এই সপ্তাহে ‘কথা’ রয়েছে ষষ্ঠ স্থানে।

দেখে নিন টিআরপিতে সেরা ১০-এর তালিকা:

প্রথম: জগদ্ধাত্রী /ফুলকি (৭.০)
দ্বিতীয়: পরিণীতা (৬.৯)
তৃতীয়: রাঙামতি তীরন্দাজ (৫.৯)
চতুর্থ: পরশুরাম আজকের নায়ক (৫.৮)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার/ গীতা এলএলবি (৫.৫)
ষষ্ঠ: কথা (৫.৩)
সপ্তম: গৃহপ্রবেশ+চিরসখার ১ ঘণ্টার মহাপর্ব/ কোন গোপনে+মিত্তির বাড়ির মহাসঙ্গম (৫.১)
অষ্টম: অনুরাগের ছোঁয়া+ রোশনাই (প্রথম ১৫ মিনিট) (৪.১)
নবম: দুগ্গামণি ও বাঘমামা (৪.০)
দশম: তুই আমার হিরো (৩.৩)

টানটান পর্ব দেখানো সত্ত্বেও টিআরপিতে পিছিয়ে পড়ছে জি বাংলার ‘দুগ্গামণি ও বাঘমামা’। মানালি দে এবং ছোট্ট রাধিকা কর্মকারের জুটি দর্শকদের পছন্দের হলেও, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ + ‘রোশনাই’-এর (প্রথম ১৫ মিনিট) কাছে হেরে নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক। স্টার জলসার দখলেই রয়েছে রাত সাড়ে ৯টা থেকে ১০টার স্লট।

তবে জি বাংলার আরও একটি ৪৫ মিনিটের ধারাবাহিক ‘মিঠিঝোরা’ প্রথম দশে না থাকলেও, স্লট ধরে রেখেছে। চলতি সপ্তাহে এর প্রাপ্ত নম্বর ২.৮। বিপরীতে থাকা স্টার জলসার ‘রোশনাই'(শেষ ১৫ মিনিট) + ‘শুভ বিবাহ’ পেয়েছে ১.৮ রেটিং। আইপিএলের আবহেও কিছু ধারাবাহিক নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে, সেটাই এখন দেখার বিষয়।

Back to top button