মাথায় সিঁদুর, আর পরনে আধুনিক জ্যাকেট, জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নাচ করলেন তৃনা সাহা
টলিউডের জনপ্রিয় দুষ্টু মিষ্টি অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা। যেখানে সৌজন্য আর গুনগুনের বাড়িতে বিয়ের সানাই বাজছে । সৌজন্য চরিত্র ও গুনগুন চরিত্রটি যেন ভক্তদের মনে একেবারে জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ‘খড়কুটো’ দেখতে ভক্তদের ভিড় পরে যায় টিভির পর্দায়।
আপাতত গুনগুনের পরিবার ও সৌজন্যের পরিবার গুনগুন-সৌজন্যের বিয়ে পরবর্তী পর্যায় নিয়ে মেতে রয়েছেন । গুনগুন প্রথমে বিয়ের করবোনা করবোনা বলেও এখন বিয়ের আনন্দে মরশুল।গুনগুন সৌজন্যের বাড়িতে হাজির হয়ে সেখানেই ননদ সাজিকে সঙ্গী করে মনের সুখে নেচে নিলেন।
শুটিং এর ফাঁকে বারবার নেচে উঠছেন গুনগুন অর্থাৎ তৃনা সাহা। মাথায় সিঁদুর ও পরনে লাল ফ্রকের উপর লেদারের জ্যাকেট পরে ‘ঝুম বরাবর’ গানের তালে দুর্দান্ত নাচলেন দুজন। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর ভিডিওটির নিচে জমতে থাকে লাইক কমেন্টস ও শেয়ারের বন্যা।
View this post on Instagram