অবশেষে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে।আজ থেকে ১৪ দিনের জেলে থাকবেন রিয়া । জানা যায়, গ্রেফতার পর নাকি রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয়।এরপর রাত ১২টার দিকে রিয়া তার ভাইয়ের সঙ্গে খাবার খান। এনসিবি হেড কোয়ার্টার থেকে আজ বাইকুলা জেলে নিয়ে যাওয়া হয়েছে রিয়াকে। বেল না হওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে রিয়া চক্রবর্তীকে।
এমনকি জানা গিয়েছে, আজ (বুধবার) রিয়ার জন্য নাকি তার বাড়ি থেকে পাঠানো হয় অভিনেত্রীর পছন্দের সব জামা কাপড়।আর ওই জামা কাপড়ের ব্যাগ নাকি এক নারী নিয়ে গিয়েছিলেন রিয়ার জন্য। কিন্তু রিয়ার কাছে ওই নারীকে যেতে দেওয়া হয়। এমনকি রিয়ার জন্য নিয়ে আসা সমস্ত জামা কাপড় ব্যাগ শুদ্ধ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, রিয়ার এই অবস্থা দেখে ভীষণ খুশি প্রয়াত অভিনেতা সুশান্তের দিদিরা।সুশান্তের দিদি স্বেতা টুইটে লেখেন, ‘এবার আসতে আসতে সবটাই সামনে আসবে’। কিন্তু বলিউডের বেশিরভাগ তারকাই রিয়াকে গ্রেফতার করা নিয়ে নানা প্রশ্ন তুলছেন।