সিনেমা জগতে ফের নেমে এলো শোকের ছায়া! প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
একদিকে করোনা অতিমারী ও তার সাথে করোনা আক্রান্ত হয়ে টেলিভিশন জগতের বহু তারকা ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ও বহু তারকা প্রাণ হারিয়েছেন। আজ সকালেই নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি ও পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।মৃত্যুকালে পরিচালকের বয়স ছিল ৭৭ বছর। আজ নিজ আবাসনে তাকে তার স্ত্রী মৃত অবস্থায় পান। তার মৃত্যুতে সিনেমা জগতেও নেমে এসেছে শোকের ছায়া।
জনপ্রিয় পরিচালকের মৃত্যুর প্রধান কারণ হল বার্ধক্য। কবিতা ও ছবি পরিচালনা করলেও বুদ্ধদেব একদম প্রথমে অর্থনীতির অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।অর্থনৈতিক তত্ত্ব ও সামাজিক-রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে তিনি যতটুকু অর্জন করতে পেরেছিলেন তা তিনি সিনেমা জগতে কাজে লাগিয়েছিলেন।
জনপ্রিয় পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের কিছু বিখ্যাত ছবি হল, ‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’,’চারাচার’ ও ‘উত্তরা’। এছাড়াও, তাহাদের কথা (১৯৯৩) শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। দৌরাতওয়া (১৯৭৮)এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শুধু তাই নয় উত্তরা (২০০০) এবং স্বপনের দিন (২০০৫) এর জন্য দুইবার সেরা নির্দেশনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।এই জনপ্রিয় পরিচালক নিজের প্রচেষ্টায় ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি ডকুমেন্টারি ‘দ্য় কন্তিনেন্ত অব লাভ’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। তিনি স্বল্প দৈর্ঘের ছবি করেছেন ১৩ তীর মতন।
কিন্তু সমস্ত প্রতিভাবে বিসর্জন দিয়ে চলে গেলেন এই জনপ্রিয় পরিচালক। পরিচালকের ঝুলিতে রয়েছে ২০০৮ সালে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুদ্ধদেব দাশগুপ্তকে জীবনকালের কৃতিত্বের সম্মাননা প্রদান করা হয়।এবং ২০০৭ সালে এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন এথেনা পুরস্কার দিয়ে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। তার মৃত্যুতে যেন সিনেমা জগতের একটি অধ্যায় শেষ হয়ে গেল। বহু তারকারা শোকপ্রকাশ করেছেন।