আজ থেকে সম্প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক ‘ফেলনা’,ম্যাজিক কুমারী কিভাবে খুঁজে পাবে তাঁর মা কে?
গত বছর করোনা আবহের জন্য নতুন কোনো মুভি ও নতুন কোনো ধারাবাহিক রিলিজ হয়নি টেলিভিশনে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই নতুন ববহরে বেশ কিছু সিরিয়াল উপহার দিয়েছে টেলি দুনিয়া। নতুন নতুন গল্প নিয়ে শুরু হচ্ছে আলাদা মাত্রার কিছু ধারাবাহিক। করোনার জন্য পরিচালক রাজ চক্রবর্তীর দুটি বিগ প্রজেক্ট সিনেমা আটকে আছে। তবে এসবের মধ্যেই রাজ চক্রবর্তী প্রযোজিত স্টার জলসার নতুন সিরিয়াল “ফেলনা”-র প্রোমো চলছে। ‘ফেলনা’র মুখ্য ভূমিকায় দেখা যাবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “হৃদয়হরণ বিয়ে পাশ” খ্যাত অভিনেত্রী রোশনী অরফে তন্বী ভট্টাচার্য আর “প্রথমা কাদম্বিনী” ধারাবাহিকের ছোট্ট বিনি ওরফে মেঘন চক্রবর্তী। এটাই দেখার অপেক্ষা সবকিছু মিলিয়ে কেমন হতে চলেছে নতুন ধারাবাহিক।
গল্পটি অন্য ধাঁচে তৈরি। শহরের একজন প্রখ্যাত জাদুকর যিনি চান তাঁর একমাত্র ছেলে যেন হয় তাঁর জাদুর উত্তরাধিকারী। তাঁর ইচ্ছে ছেলে হবে একজন নামকরা জাদুকর। কিন্তু তাঁর মেয়েরও ইচ্ছে জাদু শিখবে ও নাম করবে কিন্তু বাবার ইচ্ছে মেয়ে বিয়ে করে সংসার করবে। গল্পটিতে দেখানো হয়েছে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজব্যাবস্থায় মেয়েদেরকে ফেলনা বলে মনে করা হয় তা নিয়েই গল্প। কিন্তু ছোট্ট মেয়ে ফেলনা কিভাবে তাঁর অধিকার হাসিল করে এবং কিভাবে সকলের সামনে মাথা উঁচু করতে দাঁড়াবে সেই বিষয়টি তুলে দঘর হবে।
ধারাবাহিকটির প্রমো অনেককেই আকর্ষিত করেছে। একটি প্রোমোটে দেখানো হয়েছে যে ফেলনা অনাথ সে জাদু দেখিয়ে সকলকে আনন্দ দেয়। সে চায় যে তাঁর মাও ম্যাজিক করেই আসুক। তাঁরও ইচ্ছে সে তাঁর মায়ের আদর খাবে। মায়ের ভালোবাসার জন্য সে পাগলের মত ঘুরে বেড়ায়।
আজ রাত থেকে ষ্টার জলসায় সম্প্রচারিত হতে চলেছে ফেলনা। ধারাবাহিকে অভিনয় করছেন লাবনী সরকার, রেশমি সেন, দেবজ্যোতি রায় চৌধুরী, সুমন্ত মুখোপাধ্যায়। ধারাবাহিকের মুখ্য নায়কের চরিত্রে দেখা যাবে ‘কপালকুন্ডলা’র কাপালিককে। এখন সবকিছু মিলিয়ে কেমন হতে চলেছে ছোট্ট মেয়ে ফেলনার গল্প?