বিনোদন

পুত্রের মা হলেন শুভশ্রী, জন্ম নেয়া ছেলের কি নাম রাখলেন রাজ্-শুভশ্রী ?

আজ শনিবার রাজ্- শুভশ্রীর কোল জুড়ে এসেছে তাদের পুত্র সন্তান। আজ দুপুর ১ তা ৩৩ মিনিট সময়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় নবজাতকের। জানা গেছে রাজ্-শুভশ্রীর নবজাতক ওই শিশুর ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের শুভক্ষনের সাক্ষী ছিলেন রাজ নিজেই।

এইমুহূর্তে স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন রাজ্ চক্রবর্তী। আজকের এই সুখবরটি সবার প্রথমে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন টলিউড অভিনেতা ইন্দ্রনীল ঘোষ।

রাজ – সুবাসরের সাথে তার একটি ছবি পোস্ট করে তিনি লেকেহেন ‘মা হলো শুভশ্রী আর আমি হলাম জেঠু।’

আজ সকালেই হাসপাতালে যাওয়ার আগেও রাজ্ চক্রবর্তী একটি ছবি টুইট করেন সোশ্যাল মিডিয়াতে। ধারণা করা হচ্ছে ওই ছবিটি ছিল হাসপাতালে যাওয়ার আগে।

প্রসঙ্গত উল্লেখনীয় যে চলতি বছরের গা মে তারিখে ছিল রাজ্-শুভশ্রীর বিবাহ-বার্ষিকী। আর সেই শুভদিনেই তারা জানিয়েছিলেন যে তাদের ঘরে আসছে নতুন অতিথি। আর আজ সেই নতুন অতিথিটির জন্ম নেওয়ার খবরে এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে অনেকেই।

ছেলের নাম রাখা হয়েছে যুবান চক্রবর্তী।

Back to top button