‘আমার শ্রবণ আর নেই!’, কান্নায় ভেঙে পড়লেন নদিম, প্রয়াত হলেন ‘আশিকী’ খ্যাত সুরকার শ্রবণ রাঠোর
৯০ এর দশকের হিন্দি সিনেমার গান আজও বলিউডের সংগীত প্রেমীদের কাছে স্বর্ণযুগ। আর সেই যুগের অন্যতম ও স্বনাম ধন্য সুরকার হলেন শ্রবণ রাঠোর। যদিও শ্রবণ রাঠোর একক শিল্পী হিসেবে নয় তিনি নদিম-শ্রাবণ জুটি হিসেবেই পরিচিত। যারা একে ওপরের পরিপূরক ছিলেন। বেশ কিছুদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে জীবন -মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন শ্রবণ। আর সেই লড়াই থিম গেলো বৃহস্পতিবার রাতে। সবাইকে ছেড়ে ৬৭ বছর বয়সে প্রয়াত হলেন শ্রবণ রাঠোর।
শ্রবণ রাঠোর তার বন্ধু ও ভাই নাদিমের সাথে জুটি বেঁধে পথ চলা শুরু করেন সত্তুর এর দশকে। তরুণ দুই শিল্পী তারা প্রথম কাজ শুরু করেছিল ভোজপুরি সিনেমাতে। এরপর ১৯৭৭ সালে মুক্তি পায় ‘দঙ্গল’, সিনেমা। যে সিনেমাতে নদিম-শ্রবণের সুরে গান গেয়েছিলেন মান্না দে-র মতো শিল্পী।বলিউডে এই জুটির যাত্রা শুরু হয় ১৯৮১ সালে। তারা প্রথম কাজ করেন ‘মেয়নে জিনা শিখলিয়া’ ছবির সঙ্গে। তবে হাতের মুঠোয় আসেনি তখনও সাফল্য। সাফল্য পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিল আরও ৯ বছর।
১৯৯০ সালে মুক্তি পায় সুপারহিট সিনেমা ‘আশিকি’। আর সেই ছবির গান হিন্দি সিনেমার মিউজিকের মোর ঘুরিয়ে দিয়েছিলো । নদীম -শ্রবণের সুর ও কুমার শানুর কন্ঠ্বে গাওয়া ‘বস এক সনম চাহিয়ে আশিকীকে লিয়ে’ আজও সুপারহিট একটি গান।
সেই সময় ছিলোনা এরকম সোশ্যাল মিডিয়ার জামানা। ছিলোনা কোনও মিউজিক এপ্লিকেশন। অডিও ক্যাসেটের যুগে ‘আশিকি’ সিনেমার ২ কোটি ক্যাসেট বিক্রি হয়েছিল আর সেই রেকর্ড আজ পর্যন্ত কোনও সিনেমা ভাঙতে পারেনি।