মিতুলের ছেলে ‘আদর’ আসলে কে জানেন? জেনেনিন ‘খেলনা বাড়ি’র এই নতুন নায়কের পরিচয়
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো খেলনা বাড়ি। এই ধারাবাহিকের টিআরপি এখন ভালোই রয়েছে। এই সপ্তাহে জি বাংলার এই ধারাবাহিকটি টিআরপি-র সেরা পাঁচ-এর মধ্যে রয়েছে। এই ধারাবাহিকে মিতুল চরিত্রে আরাত্রিকা মাইতির অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন। তবে সদ্য আবার লিপ নিয়েছে এই সিরিয়ালের গল্প। মিতুল এবং ইন্দ্রর এখন দুই সন্তান, গুগলি এবং আদর। তবে তার ছেলে জন্মের পরপরই কাছছাড়া হয়ে যায়। ছোট থাকতেই কেউ তাকে চুরি করে নেয় এবং মিতুলের ছেলে অনাথ পরিচয়ে বড় হয়ে ওঠে।
বর্তমানে জি বাংলার এই সিরিয়ালের নতুন গল্প বেশ উপভোগ করছেন দর্শকরা। এদিকে লিপ নেওয়ার সঙ্গে সঙ্গে মিতুলের মেয়ে গুগলি ও ছেলে আদর চরিত্রে দুই নয়া অভিনেতার আগমন ঘটেছে। মিতুলের ছেলে ওরফে আদরের ভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি বসু রায় চৌধুরী। এর আগে সপ্তর্ষি ‘বেদেনী মলুয়ার কথা’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন এবং তাকে বেশ কিছু টিভি শোতেও দেখা গিয়েছিল।
ছোট থেকেই কিন্তু সপ্তর্ষি অভিনয় করছেন। তিনি ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বড় বড় কাজও করেছিলেন। সম্প্রতি ছোটবেলাতে সপ্তর্ষি একটি বিজ্ঞাপনে বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গেও কাজ করেছিলেন। তবে এবার তিনি জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের নতুন নায়ক হয়ে এলেন।
এর আগে সপ্তর্ষিকে পরিচালক রাজ চক্রবর্তীর বেশ কিছু ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল। এমনকি প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গেও তাকে দেখা গিয়েছে। তবে বড় হওয়ার পর এই ‘খেলনা বাড়ি’ সিরিয়ালই তার প্রথম ব্রেক হল।