লাল সিঁদুরে রঙিন বিপাশা, পুজোর আগেই বিজয়া দশমীর ভিডিও শেয়ার করলেন নায়িকা
পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন তবুও যেন এবার পুজোর সেই পুজো পুজো গন্ধটা যেন নেই।এবারের পুজোর পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে পুজো হলেও সেরকম ভাবে জাক জমকপূর্ণ ভাবে আয়োজিত হবে না।হাতে গোনা কয়েকটি পুজো পান্ডেলেই হবে এবারের পুজো। করোনা ভাইরাসের আতঙ্কের কারণে এবারের পুজোতেও থাকবে সোশ্যাল ডিস্টেন্সের নিয়ম। আর তারফলে হয়তো সেই সবাই মাইল একসাথে প্যান্ডেল প্যান্ডেলে ঘোরার বিষয়টি আর থাকবেনা।
গত বছর এই সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছিলো দূর্গা পুজোর মরসুম। আর সেই পুরোনো স্মৃতির ভিডিও ও ছবি শেয়ার করছেন অনেকেই। তবে বাদ গেলেননা বিপাশা বসুও। তিনিও এবার শেয়ার করলেন গত বছরের বিজয়া দশমীর কিছু ছবি ও ভিডিও।
গত বছরের পুজোর সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন গত বছর এই দিনেই আমরা মেতে উঠেছিলাম সিঁদুর খেলাতে। বিপাশা বসুকে লালা পার শাড়ি ও কপালে সিঁদুর রূপে লাগছিলো একদম বাঙালি বধূ। যা দেখে নেটিজেনরা করছে প্রশংসা। বিপাশার শেয়ার করা সেই ভিডিও রীতিমত ভাইরাল হওয়া শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
করোনা আতঙ্কের কারণে এই বছরে পুজোর হই হুল্লোড় হবে কিনা তাই নিয়েই রয়েছে সন্দেহ।আর দশমীতে সিঁদুর খেলা নিয়েও হয়তো থাকবে চিন্তা। কারণ সরকারি গাইড লাইন অনুযায়ী পুজো হলেও মানতে হবে সোশ্যাল ডিস্টেন্সের গাইড লাইন।
View this post on Instagram