ইউভানের জন্মের পর প্রথম সরস্বতী পুজো, হলুদ-সবুজে সাজলেন রাজ-শুভশ্রী, মায়ের পায়ে দিলেন অঞ্জলি
টলিউড জগতে আর এক লাভ বার্ডসের নাম হলো রাজ্ আর শুভশ্রী। রাজ্যের সাথে সোউভাশ্রীর আলাপ হয় কাজের সূত্রে। তারপরেই ধীরে ধীরে প্রেম জমে ওঠে। প্রেম করতে কোর্টে হঠাৎ একদিন তারা নিজেদের এনগেজমেন্ট সেরে ফেলেন। অনেক ঝড় ঝাপ্টার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই কাপলকে ।
তবে রাজ্ শুভশ্রীর প্রেম কিন্তু সত্যিই রোমাঞ্চকর। ২০১৮ সালে ৬ ই মার্চ এই জুটি বিয়ে সেরে ফেলেন। এরপর ঠেকলেই এদের সুখের সংসার শুরু হয়। ভক্তরা ভালোবেসে এদের নাম দিয়েছেন ‘রাজশ্রী’। রাজশ্রীর সংসারে এখন এক নতুন অতিথি এসেছে। বিয়ের দুবছর পরেই তাদের ছেলে ইউভানের জন্ম হয়।
বিয়ের পর তৃতীয় বছর স্ত্রীকে পাশে নিয়ে বাগদেবীর আরাধনা করেন রাজ। তবে এদিকে ছেলে ইউভানের জন্মের পর এবার প্রথম সরস্বতী পুজো রাজ-শুভশ্রীর । গত দু বছরই সরস্বতী পুজোতে শাড়িতে তাক লাগিয়েছিলেন শুভশ্রী । এবছর একটু অন্যরকম সাজলেন অভিনেত্রী । হালকা সবুজ সালোয়ারে সেজে উঠলেন রাজের স্ত্রী, সঙ্গে ঘন সবুজ ভেলভেট ওড়না। মাথায় জ্বলজ্বল করল লাল সিঁদুর। কানে ভারি দুল। আর অন্যদিকে রাজের পরনে দেখা গিয়েছে হলুদ রঙের পাজামা পাঞ্জাবি।তবে ছেলে ইউভাণ মায়ের সঙ্গে মিল করে পোশাক পড়েছিলেন।
করোনা আবহের কারণে এবছর সতর্কতা মেনেই বাগদেবীর পায়ে অঞ্জলি দিলেন রাজ-শুভশ্রী ছাড়াও উপস্থিত থাকা প্রত্যেকে। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় রাজ একটু খুনসুটি করে বললেন, পরেরবার থেকে পুরো বিল্ডিংটা বুক করব পুজোর জন্য, জায়গা কম পড়ছে।এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
View this post on Instagram