বিনোদন

একে অপরের আরও কাছাকাছি নীল-তৃনা, ঘনিষ্ঠতায় মজতেই লজ্জায় লাল অভিনেত্রী

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য্য ও অভিনেত্রী তৃনা সাহা । নীল-তৃনার সম্পর্কের কথা নিশ্চই নতুন করে ভক্তদের আর মনে করে দিতে হবে না। নীল-তৃনার অপেক্ষায় থাকেন ভক্তেরা। জি বাংলায় সন্ধ্যে সাতটায় দেখা যায় নীল ভট্টাচার্যকে। আর তৃনাকে দেখা যায় ষ্টার জলসায় সন্ধ্যাতে সাড়ে সাতটায়।নীল অভিনয় করছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে। আর অন্যদিকে তৃনা চুটিয়ে অভিনয় করছেন ‘খড়কুটো’ ধারাবাহিকে। যেখানে ‘গুনগুন’ চরিত্রটি একেবারে ফুটে উঠেছে।

নীল তৃনা কি করছেন, কোথায় যাচ্ছেন এই সব কিছু জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তেরা। কিন্তু এবার দীপাবলিতে কেমন কাটলো নীল-তৃনার, কিভাবে প্রস্তুতি নিলেন এই প্রেমিক জুটি সব কিছু জানতে উৎসাহ ভক্তেরা। এদিন নীল-তৃনা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনেই মেতে উঠেছিলেন ।তবে অবশ্য নীল তৃনা যে একে অপরের সঙ্গেই কেবল সময় কাটিয়েছেন তা । ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে উৎসবে মজেছিলেন নীল তৃনা সরকারের নির্দেশেই এবার শব্দবাজি নিষেধাজ্ঞা করা হয়েছে। তবে যদিও প্রতিবছর টালিউড তারকাদের সকলের কাছে অনুরোধ থাকে শব্দবাজি নয়, কারণ এতে অনেক পশুপাখির ক্ষতি হয়। এমনকি এর ফলে পরিবেশ দূষণও হয়ে থাকে। আর এবার নীল-তৃনার পোস্টে এমন বার্তাই ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha (@trinasaha21)

এবছর দূর্গা পুজো কালী পুজো সবটাই অন্যবারের চেয়ে অনেক আলাদা। এবছর করোনায় আক্রান্ত হয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্টে ভুগছেন আবার অনেকে। যার ফলে কোনো শব্দবাজি না পড়ানোই ভালো। কারণ, এতে তাদের শরীরে ঢোকা অক্সিজেন আরো বিষাক্ত হয়ে পড়ছে। শুধু তাই নয়, দীপাবলিতে নীল-তৃনা ভারতীয় পোশাকে সেজে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ছবি। যা প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে ভক্ত-নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha (@trinasaha21)

Back to top button