জ্যাকুলিনকে যে লোভ দেখিয়ে ঘনিষ্ঠ হন সুকেশ, উঠে এলো প্রতারক সুকেশের সাথে সম্পর্কের গোপন তথ্য!
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। এমনকি এই সেক্টরের গডফাদার’খ্যাত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা। সুকেশ আর জ্যাকুলিনের প্রেম নিয়ে চর্চা এখন সব জায়গায়।
এবার জানা গেল, প্রতারক সুকেশ কীভাবে জ্যাকুলিনকে কবজা করেছিল? জ্যাকুলিনকে কাছে পেতে পাঁচশ’ কোটি টাকার সিনেমা তৈরির টোপ দিয়েছিলেন সুকেশ।
কিছুদিন আগে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে জেরায় সুকেশের কাছ থেকে দামি জামি উপহার নেয়ার কথা স্বীকার করেন জ্যাকলিন! সঙ্গে এটাও মেনে নিয়েছিলেন তার ভাই ও বোনের জন্য টাকা ধার নিয়েছেন সুকেশের থেকে।
শুধু দামি দামি উপহারই জ্যাকুলিনকে দেননি, সঙ্গে নায়িকার মন পেতে বড় বাজেটের ছবিতে কাজ করার প্রলোভানও দেখিয়েছিলেন। রিপোর্ট অনুসারে, জ্যাকুলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরো কেন্দ্রিক ছবি বানানোর কথা বলেছিল সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি।
জ্যাকুলিন ইডিকে দেওয়া তার লিখিত বয়ানে জানিয়েছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সেই সময় সে নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেছিল। তারপর ২০২১ সালের অগস্টে সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকুলিন আর কোনো সম্পর্ক রাখেননি!
দিল্লির রোহিনী জেলে আপাতত বন্দি কুখ্যাত প্রতারক। জানা যায়, সুকেশের কাছ থেকে গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতো, দুটি হীরার আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছেন বলে ইডি অফিসারদের জানিয়েছেন জ্যাকুলিন।
অন্যদিকে সুকেশের দাবি, জ্যাকুলিনকে তিনি মোট ৭ কোটি রুপির গয়না দিয়েছেন। শুধু তাকেই নয়, খরচা করেছেন আমেরিকায় থাকা জ্যাকুলিনের বোনের পেছনেও। তাকে প্রায় এক কোটি রুপি লোন প্রস্তাব ও একটি বিএমডব্লিউ গাড়িও দেন। আর জ্যাকুলিনের মা পেয়েছেন পোর্শে গাড়ি। অভিনেত্রীর পরিবারকে একটি দামি ইটালিয়ান গাড়ি দিয়েছেন বলেও দাবি করেছেন সুকেশ।