ধনতেরাসে সোনার পৈতে বিক্রি করতে ছেলেকে বানালেন মডেল, নেট দুনিয়ায় তুমুল কটাক্ষের শিকার সুদীপ্তা
এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেলিব্রিটিদের জীবনে যাবতীয় আপডেট পেতে বেশি দেরি হয়না। জানা যায় তাঁদের বাইরের খবরের সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারের হাঁড়ির খবরও। কাল ছিল ধনতেরাস। এরপরেই মর্ত্যে আবির্ভাব হবে দুর্গার কালী রুপ, অর্থাৎ কালো পুজো আগামী ৪ নভেম্বর। প্রতিবছর অনুযায়ী কালীপুজোর দুদিন আগেই ধনতেরাস উৎসব পালিত হয়। অর্থাৎ এদিন বাড়িতে কোনও সোনারূপো আনলে তা সংসারের মঙ্গল। অর্থাৎ এদিন বাড়িতে সোনা-রুপোর মতন ধাতুর আগমন মানে সারাবছর বাড়িতে লক্ষ্মী বসবাস করবে। আর ধনতেরাসের মতন শুভ দিনে সেলিব্রিটিরাও তাঁদের ঘরে সোনা আনছেন। তাই নিজেরই সোনার গয়নার কালেকশন নিয়ে এলেন রান্নাঘরের রানী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)।
রান্নাঘর’-এর সঞ্চালনার পাশাপাশি বছর কয়েক আগেই নিজের বুটিক খুলেছে, যেখানে নানান ডিজাইনের ও সম্ভারের শাড়ির সঙ্গে সঙ্গে পাওয়া যাবে সোনার গয়নাও। আর জানেন কি, এই সোনার গয়নার ডিজাইন নিজের হাতেই তৈরি করেন সুদীপা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের জুয়েলারি কালেকশনের এক ঝলক শেয়ার করলেন Sudipa তাও আবার চলে আদি দেবের মাধ্যমে! কারণ তাঁর পরনে ছিল সোনার পৈতে, যা কিনা সকলের নজর কেড়েছে। অর্থাৎ তাঁর বুটিকের নতুন গয়নার নকশা ছেলে আদিদেবকেই মডেল করে তাঁর ছবি আর ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। পাশাপাশি নিজের হাতে ডিজাইন করা রুবি আর মুক্তো বসানো কানের দুলের ছবিও দিয়েছেন।
View this post on Instagram
View this post on Instagram
ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় পেয়েছে সুদীপার ডিজাইন করা এইসব গয়না! তবে কেউ কেউ কটাক্ষ করতেও পিছপা হয়নি। আদিদেবকে সোনার পৈতে পরিয়ে ছবি দেওয়াতে এক অনুরাগী লিখেছেন, ‘যেখানে লোকের খাওয়া জুটছে না করোনার মধ্যে, সেখানে সোনার পৈতে। আর যাদের টাকা আছেও, তাঁরা আপনার মতো দেখনদারিতে নষ্ট করে না। মানুষকে সাহায্য করে।’
যদিও Sudipa প্রথম নয়, এখন আমজনতার পাশাপাশি সেলিব্রিটিরাও ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যবসা শুরু করেছেন। যে তালিকায় আছেন অভিনেত্রী Rachana Banerjee-ও। যিনি সম্প্রতি শাড়ীর ব্যবসা খুলেছেন, প্রতি সপ্তাহ শেষে তিনি লাইভে আসেন তাঁর বুটিক শাড়ীর কালেকশন নিয়ে। তাঁকে নিয়েও প্রচুর কটাক্ষ হয়েছে।