বিনোদন

শুভশ্রী না মিমি কাকে সবথেকে বেশি পছন্দ করেন সুদীপার ছেলে আদিদেব!

জী বাংলায় জনপ্রিয় শো রান্নাঘর। বাড়ির মহিলারা খাওয়া দাওয়া হয়ে গেলেই টিভির সামনে বসে পড়েন কারণ বিকেল ৪.৩০ বাজলেই শুরু হয়ে যাবে সুদীপার রান্নাঘর। রান্না কার না পছন্দ আর বাঙালিয়ানা খাবার নাম শুনলেই তো জিভে জল চলে আসে। বাংলার ঘরে ঘরে সুদীপা সমস্ত দর্শকদেরকে সুস্বাদু বাঙালি রান্না সেখান। চলুন রান্নার কথা তো হল।সুদীপার জীবনে সবথেকে ইম্পরট্যান্ট আর চোখের মনি হল ছেলে। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়, প্রথম পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায় এবং ছোট ছেলে আদিদেবকে নিয়ে সুখের সংসার সুদীপার।

সুদিপার ছেলে আদিদেব। এখন সে দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। সম্প্রতি তার ২ বছরের জন্মদিন পালন কর হল।সুদীপা যখন প্রেগন্যান্ট হয়েছিলেন তখন তিনি রান্নাঘর থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। দুবছর আগে উমার বিসর্জনের পর প্রথম ছেলেকে দেখতে পান সুদীপা।আদির প্রথম মায়ের দিকে তাকানো, প্রথম কান্না, দুষ্টুমি, আহ্লাদ এমনকি প্রথম মা বলা সবটাই মা সুদীপার কাছে স্মরণী। মা সুদিপার কাছে ছেলের প্রতিটা মুহূর্ত স্পেশাল। তাই ক্যামেরাবন্দি করে রেখেছেন।

রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। মাজেজা মধ্যেই নানানা ছবি শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত কোলাজ বানিয়ে শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ২ বছর আগে ১২ নভেম্বর সুদিপার ছেলে আদিদেবের জন্ম হয়। সংসার জীবনের পথ চলা স্বামী সন্তান নিয়ে কেমন কাটলো গত দিনগুলো সেগুলো একটি ভিডিও বানালেন সুদিপা।

কদিন আগেই বাঙালির বসন্তের প্রিয় উৎসব সরস্বতী পুজো গেলো। সেই সরস্বতী পুজোতে দাদার কোলে বসেই হাতে খড়ি হয় আদিদেবের। তারপরেই জী বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড মঞ্চে হাজির হন ছোট্ট আদিদেব। আর সেখানে আদর খেতে ব্যাস্ত হয়ে পরে আদিদেব। আদিদেবের দুই ক্রাশ হল শুভশ্রী ও মিমি। অভিনেত্রী শুভশ্রীর কোলে তো কখনো মিমির কোলে।আর সেই সব মুহূর্ত মা সুদীপা লেন্সবন্দী করেছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে সুদিপা লিখেছেন,”প্রথম ক্রাশের কাছে আদর পেয়ে দ্বিতীয় ক্রাশকে ভুলে গিয়েছে আদি। প্রথম ক্রাশের কাছে মন দিয়েছে আদি, দ্বিতীয় ক্রাশের কাছে আদর খায়নি সেভাবে মিমি”। অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হতে সময় নেয় নি।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

Back to top button