বিনোদন

দক্ষিণী সুপারস্টার ধানুশ চড়েন ৭ কোটির গাড়িতে, মোট কত টাকার মালিক সুপারস্টার ধানুশ?

তামিল চলচিত্র জগতের অন্যতম এক সুপারস্টার হলেন ধানুশ। তিনি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের এবং পাকা করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতায়। দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের জামাতা তিনি। তবে এই পরিচয়ের জন্য নয় তিনি নিজের গুনেই হয়েছেন এক সফল অভিনেতা। তার অনুরাগী রয়েছে সারা বিশ্বজুড়ে।

১৯৮৩ সালের ২৮ জুলাই ধানুশ জন্মগ্রহন করেন চেন্নাইয়ে। ধানুশের সম্পূর্ণ নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা।অভিনয় ছাড়াও ধানুশের আরও অনেক গুন্ রয়েছে তিনি যেমন একাধারে অভিনেতা সেরকমই তিনি প্রযোজক, পরিচালক, লেখক, গীতিকার নৃত্যশিল্পী ও প্লেব্যাক সিঙ্গার।

এবার জেনে নেওয়া যাক নিজের কঠোর পরিশ্রম করে ধানুশ মোট কত সম্পত্তির মালিক হয়েছেন। তার গ্যারেজে বিলাস বহুল গাড়ি রয়েছে কয়টি ও সেই সাথে জেনে নেওয়া যাক তার আগামী সিনেমা সম্পর্কে।

ধানুশের মোট সম্পত্তির পরিমান

বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিল্মি বিটের দেওয়া তথ্য অনুযায়ী ধানুশের মোট সম্পত্তির পরিমান ১৪৫ কোটি টাকা। বিভিন্ন পত্র পত্রিকার খবর অনুযায়ী একটি সিনেমার জন্য ধানুশ পারিশ্রমিক নেন ১২ থেকে ১৫ কোটি টাকা। তবে জানা গেছে ধানুশ এবার তার পরবর্তিম সিনেমার জন্য নিতে চলেছেন ৫০ কোটি টাকা। এছাড়াও তিনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। ও প্রতিটি এন্ডোর্সমেন্টের জন্য তিনি নেন প্রায় ২ কোটি টাকা।

বিলাসবহুল গাড়ি

বেশ কয়েকটি দামি গাড়ি রয়েছে ধানুশের গ্যারেজে । যেমন—রোলস রয়েস ঘোস্ট (৭ কোটি রুপি), ফোর্ড মাসট্যাং জিটি (৭৫ লাখ রুপি), বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার (৩.৪০ কোটি রুপি), অডি এ৮ (১.৬০ কোটি রুপি) ও জাগুয়ার এক্সই (৪৫ লাখ রুপি)।

পুরস্কার

ধানুশ দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন পাঁচ বার।

আগামী সিনেমা

হলিউডের রুশ ব্রাদার্সের পরিচালনায় ধানুষকে দেখা যাবে আগামী ছবি ‘দ্য গ্রে ম্যান’-এ । ধানুশ এই সিনেমায় অভিনয় করবেন হলিউডের প্রখ্যাত অভিনেতা রায়ান গোসলিং ও ক্রিস ইভানসের সাথে। যাহ্রাও তাকে দেখা যাবে পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন সিনেমা ‘অতরঙ্গি রে’ তে।

 

Back to top button