বিনোদন

আচমকাই কুম্ভমেলা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ‘সোনু নিগম’, নেটিজেনদের কটাক্ষের শিকার গায়ক

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁটিনাটি সমস্ত খবর প্রকাশ্যে চলে আসে। সম্প্রতি প্রকাশ্যে এলো সোনু নিগমের কুম্ভ মেলা নিয়ে বিতর্কিত মন্তব্য। হিন্দু সংস্কৃতি অনুযায়ী বহু হিন্দু পুণ্যার্থীরা মকর সংক্রান্তিতে গঙ্গায় পুণ্যস্নান করতে আসেন। তবে এবারের মহাকুম্ভে থাকছে মোট ৬ টি প্রধান পুণ্যস্নান। প্রথম স্নান ১৮ জানুয়ারী এবং ষষ্ঠ পুণ্যস্নানের আয়োজন করতে হবে ২১ এপ্রিল। তিথি অনুযায়ী সেদিন রয়েছে রাম নবমী ।

মহাকুম্ভের আয়োজন করা হয়ে থাকে সাধারণত ১২ বছর অন্তর অন্তর। ২০২২ সালে এই মেলা হওয়ার কথা ছিল। কিন্তু হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানা হয়েছে, বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করার পরেই মেলার আয়োজন হয়। এদিকে গোটা দেশে করোনার দ্বিতীয় প্রহার প্রবেশ করে ফেলেছে। প্রতিদন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। কুম্ভ মেলায় উপস্থিত ৩০ জন সাধুও কারণে পজিটিভ হয়েছেন ইতিমধ্যেই। এই চলতি বছরের মহাকুম্ভে মোট ৬ টি প্রধান পুণ্যস্নান রয়েছে। প্রথম স্নান হয় ১৪ ই জানুয়ারী। তিথি অনুযায়ী ২১ এপ্রিল রাম নবমী। সেদিনই ষষ্ঠ পুণ্যস্নানের আয়োজন করতে হবে বলে জানা গিয়েছে।

এদিকে কুম্ভ মেলা নিয়ে প্রকাশ্যে এসেছে সোনু নিগমের বিতর্কিত মন্তব্য। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আর সবকিছু জানি না, শুধু একজন হিন্দু হিসেবে এটুকু বলতে পারি, এবছর কুম্ভ মেলা হওয়ার প্রয়োজন ছিল না। ভগবানকে অশেষ ধন্যবাদ সুবুদ্ধি এসেছে মানুষের মধ্যে আর এটিকে প্রতীকী করা হয়েছে! আমি জানি এটা অনেক মানুষেরই বিশ্বাস। কিন্তু এখন গোটা বিশ্বের যা অবস্থা, সেখানে মানুষের বেঁচে থাকাটা সবার আগে গুরুত্বপূর্ণ’।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

সোনু নিগম এক সাক্ষাৎকারে কিছুদিন আগেই বলেন যে তার ভারত থেকে সাগীতশিল্পী হোক তা তিনি চান না। এমন কিছু কথা বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন সোনু নিগম। যেই কারণে তাকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়। নেটিজেনদের কোথায়, ‘ভারতে থেকে, ভারতে খেয়ে, শেষে কি না ভারতীয় গায়কের মুখেই এমন মন্তব্য?’ এরপর সোনু নিগম নিজের সপক্ষে একটি ভিডিও শেয়ার করেন এবং সেখানে বলেন, ‘নেপোটিজম ইস্যুতে এটা বলা হয়েছিল যে অভিনেতার ছেলে অভিনেতা হবে। গায়কের ছেলে গায়ক হবে… তখন বলেছি যে, আমি আমার ছেলেকে এই পেশার দিকে ঠেলে দিতে চাই না!’

Back to top button