বিনোদন

বাড়িতে বসে খালি গলায় গান করলেন শ্রেয়া ঘোষাল, মুগ্দ্ধ সকল ভক্ত

জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়াল ঘোষাল তাঁর গানের ছন্দে ভক্তদের মাতিয়ে রেখেছেন। তিনি সংগীত জগতে খুবই জনপ্রিয় একজন গায়ক হিসেবে পরিচিত। তাঁর মধুর কণ্ঠে গাওয়া গানে সকলেই মুগ্দ্ধ যেন হয়ে যান। আর সোশ্যাল মিডিয়া অন্যান্য সংগীত শিল্পীদের তুলনায় তাঁর জনপ্রিয়তা অনেকটাই বেশি।

লকডাউনের সময় যখন মানুষ নিজেদের ঘরবন্দি করে রেখেছিলো, তখন এই জনপ্রিয় গায়িকা প্রায়ই ভক্তদের বিনোদনের জন্য নিজের বাড়িতেই গানের রেওয়াজ করতেন। ইতিমধ্যেই ‘পরিনিতা’ র একটি জনপ্রিয় গান গেয়ে ভাইরাল হয়ে যান। পরিনিতার সেই গানটি হলো ‘প্রাণ দিতে চাইমন দিতে চাই’ গান। আর এই গানটি করে শ্রেয়া ঘোষাল নেটিজেনদের খুবই প্রশংসা কুড়িয়েছেন। এর পাশাপাশি বলিউডের ‘ভুলভুলাইয়া’ সিনেমার ‘মেরে ঢোলনা’ গানটি গেয়ে ফের ভাইরাল হয়েছিলেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

এবার ‘জয় হো’ সিনেমার ‘তেরে নেয়না’ গানটি গেয়ে ফের ভাইরাল হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এই ভিডিওটির মাধ্যমে তিনি ফের ভক্তদের মন জয় করেছেন। করোনা আবহে অন্যবারের মতো এবারও তিনি এই গানটি গেয়েছেন খালি গলায়।

Back to top button