শিল্পাকে ঝাঁটা পেটা করলেন স্বামী রাজ কুন্দ্রা! ঝড়ের গতিতে ভাইরাল তারকা দম্পতির ভিডিও
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
বলিউড থেকে টলিউড তারকারাও অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও করছেন নানা রকম ছবি ভিডিও পোস্ট। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যাচ্ছে ঝড়ের গতিতে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ্ কুন্দ্রার একটি ভিডিও। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল ঝড়ের গতিতে। বন্যা বয়ে গিয়েছে লাইক কমেন্টের।
যেখানে দেখা যাচ্ছে, সোফায় বসে আরাম করতে ব্যস্ত রাজ। ঘর ঝাঁড় দিয়ে তিতিবিরক্ত শিল্পা রাজকে বলেন, ‘এই জানু, চলো ঝাড়ু মারো’।এই কথায় রাজ্ প্রথমে রাজি না হলেও পরে শিল্পার জোর করে রাজ্ ঝাড়ু হাতে নিতে বাধ্য হন। কিন্তু ঘর ঝাঁড় দেওয়ার বদলে শিল্পাকেই ঝাঁটা দিয়ে পেটান রাজ্। এই ভিডিওটি রাজ্ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আবার লকডাউন শুরু হয়ে গেছে, মূলত ঘর থেকেই কাজ করতে হবে! ভগবান আমাদের সাহয্য করো’। পাশাপাশি তিনি আরো লেখেন, ‘মনে রেখো স্ত্রী কিন্তু সর্বদা ঠিক হয়’।
View this post on Instagram