থাকতেন এক কামরার ঘরে, সেখান থেকে যেভাবে বিলাসবহুল বাংলো কিনে ফেললেন নেহা
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর জন্মেছিলেন উত্তরপ্রদেশের ঋষিকেশ-এর এক অভাবের সংসারে।অনেক কষ্টে মানুষ হয়েছেন তিনি।আর আজ তিনি সকলের প্রিয় একজন গায়িকা।কিন্তু জানেন কি সেখান থেকে কিভাবে তিনি বলিউডে এলেন? আজ আমরা এই নিয়েই আলোচনা করবো- কিভাবে শুরু হয়েছিল তার জার্নিটা।
জানা যায়, ১৯৮৮ সালে ৬ জুন উত্তরপ্রদেশের ঋষিকেশে এক অভাবের সংসারে নেহা কক্করের জন্ম হয়। ছোট্ট একটা ভাড়া কামরায় বাবা-মা সহ ৩ভাইবোনে থাকতেন।আর ওই ঘরেই নাকি তারা রান্না করতেন।নেহার বাবা নাকি একজন সিঙ্গারা বিক্রেতা ছিলেন।একটি কলেজের পাশে সিঙ্গারার দোকান নিয়ে বসতেন নেহার বাবা।আর ওই কলেজেই নাকি নেহার দিদি সোনু কক্কর পড়তেন।গেটের ধারে বাবার সিঙ্গারার দোকান তার জন্য নাকি সোনুকে তার অন্যান বন্ধু-বান্ধবীরা খারাপ কথা বলতো।তবে তা সত্ত্বেও কোনো কথার উত্তর দিত না সোনু।
৩ভাই-বোন অর্থাৎ নেহা, সোনু ও টনি যতই ছোট থাকুক না কেন তার বাবা-মায়ের কষ্টের কথা বুঝতো।তাই তারা সেই ছোট বয়সেই উপার্জন করতে শুরু করেন।জানা যায়, মন্দিরে মন্দিরে গান করে তারা ৩জনে টাকা উপার্জন করতেন।আর সেই টাকা নিয়ে এসে বাবা-মায়ের হাতে তুলে দিতেন।তারপর সেখান থেকে দিল্লি চলে যান । সেখানে নিউ হলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন নেহা। মাত্র ৪ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন নেহা।
এইভাবে চলতে চলতে নেহা যখন একাদশ শ্রেণীতে উঠলো তখন ইন্ডিয়ান আইডল সিজন ২-এর প্রতিযোগী বাছাই চলছিল।আর সেই খবর পেয়ে সেটে চলে যান নেহা। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যান বিচারকেরা। সিজন ২-এর প্রতিযোগী হিসাবে নির্বাচিত হয়ে যান।এর পর ২০০৮ ভাই টনির সঙ্গে মুম্বাই রওনা দেন গায়িকা নেহা। ‘নেহা দ্য রকস্টার’ নামে তাঁর গানের অ্যালবাম মুক্তি পায়।
একেরপর এক গান গেয়ে ভক্তদের মনে জায়গা করে নেন নেহা।আর এখন শুধু বলিউডেই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় নেহা।যেই নেহা একসময় তার বাবা-মা ও দুই ভাই বোনের সঙ্গে ঋষিকেশে একটা ছোট এক কামরার ভাড়া বাড়িতে থাকতেন, আজ তিনি নিজেই বিলাসবহুল বাংলো কিনে ফেলেছেন নেহা।এমনকি নেহার ভাই টনি কক্করও এখন বলিউডের জনপ্রিয় একজন গায়ক।অনেক গান গেয়ে ভক্তদের মন জয় করেছেন তিনিও।
View this post on Instagram