শাহিদ কাপুরের প্রতিটি প্রস্তাব কেন মেনে নিচ্ছেন ‘জার্সি’ ছবির পরিচালক?
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর লকডাউন শেষ করে আবারো যোগ দিচ্ছেন শুটিংয়ে। স্ত্রী-সন্তান নিয়ে বেশ আনন্দেই কাটিয়েছেন লকডাউন।এমনকি শাহিদ নাকি লকডাউনের সময় রান্নাও করেছে প্রচুর। তবে একথা শাহিদ নয়, জানিয়েছেন অভিনেতার স্ত্রী মিরা রাজপূত।তবে এবার কাজে ফিরছেন অভিনেতা। শাহিদ অভিনীত নতুন সিনেমা ‘জার্সি’। এই সিনেমার শুটিং লকডাউনের আগেই শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে এমন পরিস্থিতি চলে আসায় বন্ধ হয়ে যায় শুটিং।
জানা যায়, এই ‘জার্সি’ সিনেমার পারিশ্রমিক হিসেবে নাকি বলিউড অভিনেতা শাহিদ কাপুর ৩৫ কোটি টাকা নিচ্ছেন। আর এতে রাজি হয়েছেন প্রযোজক-পরিচালক। কিন্তু হঠাৎ করে কেন অভিনেতা শাহিদ কাপুরের প্রতিটি প্রস্তাব মেনে নিচ্ছেন পরিচালক? কারণ, পরিচালকের নাকি পুরো ভরসা আছে শাহিদের ওপর। কারণ এর আগে শাহিদ অভিনীত ‘কবির সিং’ বক্সঅফিসে বেশ ভালো ব্যবসা করেছিল।সে কারণে পরিচালক শাহিদের প্রস্তাব মেনে নিয়েছেন ।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা শাহিদ কাপুর অভিনীত ‘কবির সিং’ বক্সঅফিসে সুপার-ডুপার হিট হয়েছিল।২০১৯সালে মুক্তি পাওয়া ‘কবির সিং’ সিনেমাটি নাকি বলিউড ইতিহাসের অনেক ব্যবসাসফল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছিলো।’কবির সিং’এ শাহিদ-কিয়ারার রোমান্যান্সও যেন নজর কেড়েছিল দর্শকদের।