শাহিদ কাপুর অভিনীত নতুন ছবি ‘জার্সি’, পারিশ্রমিক কত কোটি নিচ্ছেন অভিনেতা?
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর বলিউডের একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।ভক্তদের জন্য দিয়েছেন অনেক সুপারহিট ছবি উপহার। যার মধ্যে ২০১৯সালের অন্যতম সিনেমা ‘কবির সিং’। বক্সঅফিসে বেশ ব্যবসা করেছিল ‘কবির সিং’।এর পর থেকে শাহিদের নতুন ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।কবে আবার নতুন ছবি নিয়ে আসবেন প্রিয় অভিনেতা শাহিদ কাপুর এই নিয়ে ভক্তদের প্রশ্নের যেন শেষ নেই।
তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ করেছেন অভিনেতা । কারণ শাহিদের পরবর্তী ছবি ‘জার্সি’। ‘জার্সি’ সিনেমার শুটিং লকডাউনের আগেই শুরু করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে গোটা বিশ্ব জুড়ে এমন ভয়ানক পরিস্থিতি পরে যাওয়ায় বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো ‘জার্সি’ সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু এই ছবিতে কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহিদ কাপুর?
‘জার্সি’ সিনেমার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই সিনেমার জন্য ৩৫কোটি টাকা নিচ্ছেন অভিনেতা শাহিদ কাপুর। শুধু তাই নয়, এই সিনেমার লভ্যাংশের ২০শতাংশ শাহিদকে দেওয়া হবে।অভিনেতার এমন পারিশ্রমিকে রাজি হয়েছেন পরিচালক-প্রযোজক।কারণ পরিচালক-প্রযোজক শাহিদের ওপর ভরসা করেছেন। জানা যাচ্ছে, ২০২১সালে মুক্তি পাবে শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমাটি।