বিনোদন

সেক্সি চাবুক ফিগারে উন্মুক্ত উরুর খাঁজ, বিকিনিশ্যুটে আগুন ধরালেন বাঙালি নায়িকা

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীকে সীনে প্রেমীরা প্রায় সকলেই চেনে। তাকে টলিউডে অভিনয় করতে দেখা গিয়েছিলো ‘মিশর রহস্য’ সিনেমাতে। তিনি টলিউডের পাশাপাশি কাজ করেছেন বলিউডেও। বড় পর্দার পাশাপাশি তিনি কাজ করছেন এখন বিভিন্ন ওয়েব সিরিজেও।

২০১৩ সালে টলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ত্রিধা। পরবর্তীতে তিনি পা রাখেন বলিউডে। তিনি হিন্দি -বাংলা ও দক্ষিণী সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি মালায়লাম ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তিনি আমাজন প্রাইমের জনপ্রিয় একটি শো ‘ব্যান্ডিটস’ -এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।তবে বর্তমানে বলিউড সিনেমাতেই বেশি অভিনয় করছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী।

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বাঙালি অভিনেত্রী ত্রিধা সাহার একটি ছবি । যেখানে বিকিনি পরে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উন্মুক্ত উরুর খাজ দেখিয়ে নেটিজেনদের রাতের ঘুম উড়িয়েছেন ত্রিধা চৌধুরী। ছবিটি চোখের পলকেই ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।

তবে এবার প্রথম নয়, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও পোস্ট করে নেটিজেনদের মনে ঝড় তোলেন এই বাঙালি অভিনেত্রী। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নেটিজেনরাও যেন প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রী ত্রিধা চৌধুরীকে।

 

View this post on Instagram

 

A post shared by Tridha Choudhury (@tridhac)

 

View this post on Instagram

 

A post shared by Tridha Choudhury (@tridhac)

Back to top button