বাঙালি সাজে লক্ষীর আরাধনা ঋতুপর্ণার, সিঙ্গাপুরেই দীপাবলি পালন করলেন অভিনেত্রী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লকডাউনের কিছুদিন আগেই পারি দিয়েছেন সিঙ্গাপুরে । তারপর সেখানেই লকডাউনে আটকে যান অভিনেত্রী। বর্তমানে ঋতুপর্ণা সেখানেই রয়েছেন। আর সেখান থেকেই মেতে উঠছেন একাধিক উৎসবে। প্রথমে মেতে উঠেছিলেন দূর্গা পুজোয়। তারপর লক্ষী পুজো। আর এবার দীপাবলিতে মেতে উঠলেন অভিনেত্রী।
তবে এবার দীপাবলিতে নিজের বাড়িতে পুজো না থাকায় এক বন্ধুর বাড়িতে হাজির হয়ে সেখানেই লক্ষী পুজোয় মেতে উঠলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । এমনকি ওই বন্ধুর বাড়িতেই ঋতুপর্ণা সেনগুপ্ত মা লক্ষীর আরাধনা থেকে শুরু করে দীপাবলির প্রদীপ সাজানো সবটাই করেন অভিনেত্রী।
ঋতুপর্ণার মনে নাকি কলকাতার নানারকম স্মৃতি এই বিশেষ দিনে মনে পরে যায়। আর তাই ঋতুপর্ণা জানান, “প্রতিবছর আজকের দিনটা খুব হই হই করে কাটতো কলকাতায়। বাচ্চারা চম্পাহাটিতে যেত বাজি কিনতে। কিন্তু এই বছর তো আর তা সম্ভব নয়।”
তিনি আরো জানান, “এখানেও বাজি নিষিদ্ধ। নিজের বাড়িতে যেভাবে নিয়ম মেনে প্রদীপ জ্বালাতাম এখানেও একই ভাবে করেছি। মায়ের আরাধনা থেকে শুরু করে প্রদীপ সবটাই এখানে করেছি। এমনকি এবার সেলিব্রেশনটাও এখানে করবো বন্ধুদের সঙ্গে।”