অবসরের সময় এখনো আসেনি, ক্ষুব্ধ হয়ে ফিরিয়ে দিলেন, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার, জনপ্রিয় গায়ক নচিকেতা
বাংলায় ৯০ দশকের সংগীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হল নচিকেতা চক্রবর্তী। তার গানের মধ্যে আলাদা একটা ভাবনা আছে। আজও নচিকেতার গান মানুষের অন্তরকে ছুঁয়ে যায়। বাংলা সময়োপযোগী গানের তিনি যেন মহাগুরু। সারা দেশব্যাপী তার অসংখ্য ভক্ত রয়েছে। যার এতো অবদান তার অসম্মান হলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়?
তবে জানা যাক বিস্তারিত, বিষয়টা আসলে কি হইরেছিলো। শিল্পী নচিকেতা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে “লাইফটাইম অ্যাচিভমেন্ট” যার অর্থ জীবনকৃতি পুরস্কার প্রদান করা হয় নচিকেতা চক্রবর্তীকে। সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু একটি বেসরকারি চ্যানেল অনুষ্ঠানে নচিকেতার মঞ্চে ওঠার পুরো মুহূর্তটাই কেটে ব্যাড দিয়ে দেয়। আর এতেই তিনি ক্ষুব্ধ হন।
কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, তিনি অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করলেন না কেন? এর উত্তরে নচিকেতা জবাব দিয়েছেন যে, এই পুরস্কার তিনি পেয়ে খুবই সম্মানিত বোধ করছেন। কিন্তু এই ধরনের পুরস্কারের মধ্যে অবসরের একটা গন্ধ রয়েছে। যেহেতু তিনি এখনও তার অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই, বরং তার ইচ্ছে যে তিনি কাজ করেই যাবেন। তিনি আরও বলেন পুরস্কারটি গচ্ছিত রেখে যাচ্ছেন বলে জানিয়েছেন এবং পরবর্তীতে এসে গ্রহণ করবেন। নচিকেতার কথায় তিনি যখন কর্ম জীবন থেকে অবসর নেবেন তখন এই পুরস্কার নিজে এসে নিয়ে যাবেন। এই বলে পুরস্কার গ্রহণ না করেই মঞ্চ থেকে নেমে যান নচিকেতা।
নচিকেতা বর্তমান সময়ের একজন বাস্তববাদী গায়ক। তার এরকম অপমান। নচিকেতা সংবাদমাধ্যমের কাছে জানান যে ভাবে তাঁর উপস্থিতির পুরো অংশটাই ‘ডিলিট’ করে দেওয়ায় তিনি অপমানিত বোধ করছেন।