বিনোদন

অমিতাভের নাতনিকে বুকে জড়িয়ে রেখা! পাশে দাঁড়িয়ে ঐশ্বর্য, দৃশ্য দেখে মুগ্ধ নেটদুনিয়া

বলিউডের বাদশা অমিতাভ বচ্চন। জনপ্রিয় বলিউড অভিনেতা ‘বিগ বি’কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন তিনি। অভিনেতার সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবি। একাধিক হিট ছবি দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে অভিনেতার রঙিন ও গসিপে ভরা জীবন নিয়ে বারংবারই তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। সেই তালিকায় বাদ যায়নি অভিনেতার প্রেমের কাহিনীও।

অমিতাভ ও রেখার প্রেম কাহিনী আশাকরি কারোরই অজানা নয়। পর্দায় তারা যেমন ছিলেন হিট কাপেল ঠিক তেমনই পর্দা বাইরেও তাদের জুটি ছিল সুপার ডুপার হিট। রেখার সঙ্গে অমিতাভের পরকীয়া নিয়ে একটা সময় ফিল্ম ম্যাগজিনগুলোতে কম লেখালেখি হয়নি। জানা যায়, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য বিচলিত করেছিল জয়াকে। স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিতাভ।

সম্প্রতি শনিবার নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টারের গালা উদ্বোধনের দ্বিতীয় দিন ছিল। সেখানে উপস্থিত ছিল একাধিক তারকারা। তাদের মধ্যে সেখানে রেখা, ঐশ্বর্য ও আরাধ্যাও উপস্থিত ছিলেন। এদিন অমিতাভের নাতনিকে বুকে টেনে নিলেন রেখা। আরাধ্যাকে জড়িয়ে ছবিও তুললেন তিনি।

বলিউডের এভারগ্রিন বিউটি রেখা এদিন পরেছিলেন সবুজ ও সোনালি কাঞ্জিভরাম শাড়ি। ওদিকে অমিতাভের ছেলের বউ ঐশ্বর্যর পরণে ছিল কালো রঙের সালোয়ার আর নাতনি আরাধ্যার পরণে ছিল সোনালী রঙের পোশাক।

Back to top button