জানেন কত কোটি টাকার মালিক রজনীকান্ত, দেখেনিন বিলাসবহুল বাংলোর বেশ কিছু ছবি
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত।বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের মতোই তার কাছেও রয়েছে প্রচুর পরিমানে অর্থ । কিন্তু জানেন কি, তিনি কত কোটি টাকার গাড়িতে চড়ে ঘোরাফেরা করেন। এমনকি তিনি কত কোটি টাকার বাড়িতে থাকেন।
জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের সম্পত্তির পরিমাণ মোটের ওপর ৩৬০ কোটি টাকা। প্রতি ছবি পিছু বর্তমানে তিনি ৫৫ কোটি টাকা নিয়ে থাকেন ।
রজনীকান্তের সম্পত্তির পরিমান ১১০ কোটি টাকা। তার চেন্নাইয়ের বাংলোর দাম ৩৫ কোটি টাকা।এমনকি পুনেতেও একটি বাংলো রয়েছে।
৬৫ কোটি টাকার গাড়ি রয়েছে রজনীকান্তের কাছে। এমনকি চেন্নাইয়ে রজনীকান্তের নাম একটিম্যারেজহল রয়েছে। যেটা তিনি ভাড়া দিয়ে থাকেন। আর বছরে বছরে উপার্জন করেন।
২০১৮ তে ফোবস-এর তালিকাতে নাম এসেছিল দক্ষিণী সুপারস্টারের। সেই বছর রজনীকান্তের বার্ষিক উপার্জন হয়েছিল ৫০ কোটি টাকা।
অভিনেতার সোশ্যাল মিডিয়ার পাতায় ফলোয়ারের সংখ্যা থেকেও বিভিন্ন বিজ্ঞাপন পোস্টের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢোকে।