বিনোদন

‘কথা রাখলেন সলমন’, ‘রাধে’র পোস্টার শেয়ার করে জানিয়ে দিলেন সিনেমা মুক্তির তারিখ

করোনা আতঙ্ক মানুষের স্বাভাবিক জীবন যাপন দিয়েছিলো থামিয়ে। পরিস্থিতি এতটাই আতঙ্কের হয়ে উঠেছিল যে মানুষ সময় কাটিয়েছে ঘরবন্দি হয়ে। স্বাভাবিক নিয়মে সেই সময় চলেনি কোনো কিছুই। আর কবে নাগাদ এই পরিস্থিতি ঠিক হবে সেই নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে আবার স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক হয়েছে অধিকাংশ কাজ। চলছে মানুষের থমকে যাওয়া জীবন।

দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর এখন শর্ত আরোপ করে খুলে দেওয়া হয়েছে সিনেমাহল গুলো। তবে সিনেমা হল খুললেও সিনেমা মুক্তি নিয়ে এখনো দ্বিধায় রয়েছেন নির্মাতারা। ইতিমধ্যে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে ডিজিটাল প্লার্টফর্মে আরও কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

অপরদিকে তাই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সালমান খান অভিনীত রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি সিনেমাহলের পরিবর্তে মুক্তি পাবে ডিজিটাল প্লার্টফর্মে। তবে এবার সেই গুঞ্জন সত্যি নয় বলে জানিয়ে দিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ। তিনি টুইটারে জানিয়েছেন সালমান অভিনীত এই সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তবে বলিউডের সুপারস্টার সালমান খান তার আপকামিং সিনেমা ‘রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ‘২৩০ কোটি টাকায় বিক্রি করে দিলেন জি স্টুডিওর কাছে। সালমান খান ওই চুক্তির মাধ্যমে স্যাটেলাইট, দেশে ও দেশের বাইরের থিয়েট্রিকাল, ডিজিটাল ও সঙ্গীত স্বত্ত্বও বিক্রি করে দিয়েছেন করোনা আবহে চলচিত্র জগতে একটি অন্যতম রেকর্ড স্থাপন করলো এই সিনেমা।

আর এবার সালমান খান সেই সিনেমার মুক্তির তারিখ জানিয়ে দিলেন। রাধের একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন আগামী ১৩ মে মুক্তি পাবে এই সিনেমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “Eid ka commitment tha, Eid par hi aayenge kyun ki ek baar jo maine……” এখন অপেক্ষা ভাইজানের ফ্যানেদের রাধে সিনেমা দেখার জন্য সিনেমা হলের টিকিট কাটার জন্য তারা প্রস্তুত।

Back to top button