বিনোদন

কাদের খানের মৃত্যুর দু বছর পরেই মারা গেলেন তার বড় ছেলে, শোকের ছায়া বলিউডে

বলিউডের কিং বদন্তি অভিনেতা কাদের খানের বড় ছেলে আব্দুল কুদ্দুস প্রয়াত হয়েছেন। গতকাল কানাডাতে তার মৃত্যু হয়। কাদের খানের প্রথমপক্ষের পুত্র ছিলেন কুদ্দুস। কুদ্দুস কানাডার একটি বিমান বন্দরে সিকিউরিটি ইনচার্জ ছিলেন। বাবা বলিউডের বড় তারকা হলেও নিজেকে লাইম লাইট থেকে দূরে সরিয়ে রেখেছেন হামেশাই। আব্দুল কুদ্দুসের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

বলিউডের অন্যতম জনপ্রিয় পাপারাজ্জি ভাইরাল ভায়ানি তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন আব্দুল কুদ্দুসের মৃত্যুর খবর। বলিউড তারকা কাদের খানের মৃত্যুর পর দু বছরের মাথাতেই মারা গেলেন তার বড় ছেলে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ৮১ বছর বয়সে মৃত্যু হয় বলিউডের বর্ষীয়ান এই অভিনেতার। কানাডাতেই চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যু হয় কাদের খানের সেখানেই সম্পন্ন হয় শেষকৃত্য।

দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে কাদের খান অভিনয় করেছেন ৩০০র বেশি বলিউড সিনেমায়। কাদের খান শুধু অভিনয় নয় তিনি সংলাপ লেখক ও চিত্রনাট্যকার হিসেবেও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। বলিউড সিনেমায় তার অসাধারণ অবদানের জন্য তাকে ভারত সরকার মরণোত্তর পদ্মশ্রী সন্মান প্রদান করে। কাদের খান মৃত্যু কালে রেখে গিয়েছেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হাজরা ও দুই সন্তান সরফরাজ ও শাহনওয়াজকে।সরফরাজ বলিউডে ‘তেরে নাম’. ‘মেয়নে দিল তুঝকো দিয়া’, ‘ওয়ান্টেড’-এর মতো সালমানের খানের একাধিক সিনেমায় করেছেন অভিনয় অপরদিকে ছোট ছেলে শাহ নওয়াজ ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘হামকো তুম সে প্যায়ার হ্যায়’র মতো সিনেমায় পালন করেছেন সহ-পরিচালকের ভূমিকা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Back to top button