বিনোদন

শিল্পা শেট্টির সাথে একই মঞ্চে গানের তালে মেতে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমান। যদিও বর্তমান প্রজন্মের কাছে তিনি হয়তো অজানা। তবে তিনি বলিউডে একসময় দাপিয়ে বেরিয়েছিলেন। তিনি একসময় সকল অভিনেত্রীদের থেকে অনেকটাই এগিয়েছিলেন। তাঁর বয়স এখন ৮২ বছর। তা সত্ত্বেও তিনি অভিনয়ের পাশাপাশি নাচকেও ভুলে যাননি। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে তিনি সকল নেটিজেনদের অনেক প্রশংসা কুড়িয়েছেন।

তিনি একসময় তাঁর নাচের মাধ্যমে সকল দর্শকদের মন জয় করেছিলেন। এর পাশাপাশি তাঁর গ্ল্যামার বহু মানুষের ক্রাশ। তবে তাঁর বয়স হওয়া সত্ত্বেও তিনি তাঁর জেল্লা এখনও ধরে রেখেছেন। তিনি ইতিমধ্যেই তিনি শিল্পা শেট্টির সাথে নাচ করে সবাইকে অবাক করে দিয়েছেন।

সেই ভিডিওতে অভিনেত্রী ওয়াহিদা রহমানকে শাড়ি পরে গানের তালে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে। যদিও সেই ভিডিওটি কয়েক মিনিটের। তবুও সেই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিওটি বহু মানুষকে মুগ্দ্ধ করে দিয়েছে।

Back to top button