‘বাথরুম সেলফি’ নিয়ে বিপাকে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই তাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা দিয়ে থাকে। তিনি অন্যান্য তারকাদের বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। তিনি মাত্র কয়েকটি ছবির মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন। প্রসঙ্গত, তিনি হিন্দি ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও, তিনি তেলেগু ও তামিল ছবিতে বেশি অভিনয় করেছেন।
সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিটি নিয়ে ইতিমধ্যেই তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। সেই ছবিতে অভিনেত্রীকে শর্টস ও অন্তর্বাস পরে আছেন। আর সেই সেলফিটি তুলেছেন বাথরুমে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাথরুম সেলফি’।
সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই প্রচুর রিয়েক্ট পড়েছে সেই ছবিতে। ছবি পোস্ট করার পর ২ লক্ষ রিঅ্যাক্ট পড়েছে ও কমেন্টস পড়েছে প্রায় ৬০০০। সেই ছবিটিতে ‘নোংরা’ ও ‘অশালীন’ মন্তব্যে কমেন্ট বক্স ভরে গিয়েছে। উল্লেখ্য, অভিনেত্রী নিধি আগরওয়ালের শেষ ছবি ‘ইস্মার্ট সংকর’।