বিনোদন

ঘূর্ণিঝড়ের মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে ফোটোশ্যুট, নেটিজেনদের ট্রোলের মুখে বলিউড অভিনেত্রী!

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বলিউডের জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা সিং-এর একটি ভিডিও। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে, ঝড়ের কারণে একটি ভারী গাছ উপরে পড়েছিল দীপিকা সিংয়ের বাড়ির বাইরে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী এই পড়ে যাওয়া গাছটির চারপাশে হট পোজ দিতে দেরি করেননি। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই তিনি নাচলেন উপড়ে পড়া গাছের চারিপাশে৷ এই ভিডিওটি নায়িকা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রী দীপিকা তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনি ঝড়কে শান্ত করতে পারবেন না৷ নিজেকে শান্ত রাখুন৷ এই পরিস্থিতিতে আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে পারেন এবং প্রকৃতির সঙ্গে একাত্মাবোধ করুন৷ কারণ এই ঝড়ও কেটে যাবে৷ এই গাছটি আমার বাড়ির সামনে উপড়ে গিয়েছিল৷ এতে কারও ক্ষতিও হয়নি৷ আমি ও রোহিত দু’জনে এই গাছের সঙ্গে কিছু ছবি তুললাম৷ যা স্মরণী হয়ে থাকবে৷’

দীপিকার পোস্ট করা এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেলেও নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন বলিউডের এই অভিনেত্রী। দীপিকা কী ভাবে এমন ঝড়ের মধ্যে ঘর থেকে বাইরে বেরিয়ে ফোটোশ্যুট করলেন অভিনেত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।কিন্তু অভিনেত্রীর কথায়, ‘আমার কোনও খারাপ লাগা নেই। এবং আমি আমার বাড়ির জাস্ট বাইরে ৫ মিনিটের জন্য বেরিয়েছিলাম। আমি সকলকে অনুরোধ করব বাড়ি থেকে বাইরে না বেরোতে।’

দীপিকা লিখেছেন, ‘এই ঝড়টা খুবই ভয়াবহ, এবং আমার মন তাঁদের জন্য কাঁদছে যাঁরা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার লক্ষ্য আরও বেশি করে বৃক্ষরোপণ। আমি ইতিবাচকতা ছড়ানো বন্ধ করব না, এবং এটাই খুশি থাকার একমাত্র পথ।’

Back to top button