নিজের প্রতিজ্ঞায় অটল পর্ণা! গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনল বর্ষাকে! আসন্ন পর্বে রয়েছে বড় চমক
জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো নিঁ ফুলের মধু। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে পর্ণার ননদ বর্ষার জন্য বাবুর মা অর্থাৎ কৃষ্ণা একটি পাত্র ঠিক করে। কিন্তু বর্ষা এই বিয়েতে রাজি না হওয়ায় তাকে চর মারে কৃষ্ণা। ননদের প্রতি এই অন্যায় দেখে শাশুড়ি অর্থাৎ কৃষ্ণার মুখোমুখি দাঁড়ায় পর্ণা।
ইতিমধ্যে প্রকাশিত হওয়া ধারাবাহিকের একটি নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পর্ণা বর্ষাকে পিকলুর ব্যান্ডের গানের রিহার্সেল করার জন্য পাঠালে। বাড়ি ফেরার পথে বর্ষাকে কিছু গুন্ডা তুলে নিয়ে যায়। এই খবর পাওয়া মাত্রই দত্ত বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। পর্ণা তখন প্রতিজ্ঞা নেয় যে সে বর্ষাকে উদ্ধার করে আনবে। তার পর সে গাড়ির লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। এছাড়াও বর্ষার মোবাইলের লোকেশন ট্র্যাক করে একটি বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। ওই বাড়ির ভেতরে প্রবেশ করে পর্ণা ও সৃজন। তার পর গুন্ডাদের সাথে সৃজনের হাতাহাতি হয়।
অবশেষে গুন্ডাদের ধরার সময় হঠাৎই এক গুন্ডা পর্ণার বন্ধু রুচিরার কপালে বন্দুক ঠেকায়। সেই সময়েই পর্ণা আগুন হাতে নিয়ে গুন্ডাকে ভয় দেখালে হঠাৎ লোকটি অন্যমনস্ক হয়ে পড়লে সৃজন পিছন দিক থেকে গিয়ে সেই বন্ধুকটি ফেলে দেয়।
তার পর পুলিশের তৎপরতায় গুন্ডারা ধরা পরে। তার পর বর্ষা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর পুলিশ স্টেশনে গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর কথা উঠলে সৃজনের মা তাতে বাধা দেয় এবং সবাইকে মাথা ঘামাতে বারণ করে। তাহলে কি গুন্ডারা ছাড়া পেয়ে যাবে নাকি বর্ষা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে? সেটাই এখন দেখার অপেক্ষায় দর্শক।