একদিকে অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম, অপরদিকে ছেলের সঙ্গে ক্রিকেট খেলছেন মালাইকা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। তার সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুনের কাপুরের সম্পর্কের কথা যেন কারো অজানা নয়, এমনকি তাদের দুজনকে নিয়ে বিটাউনে কম জলঘোলা হয়নি। তবে জানেন কি ৪৬বছর বসেও মালাইকার যেন শরীরে বিন্দুপরিমাণ ছাপ পড়েনি। বলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের কাছে অনুসরণীয় মালাইকা আরোরা।
অনেকেই মনে করেন মালাইকার এই ফিটনেস ধরে রাখা যেন তার এক গোপন রহস্য। আর এই কথা যেন প্রায়ই নেটিজদের আড্ডাতে উঠে এসেছে। কিন্তু কিভাবে তিনি এখনো ফিটনেস ধরে রেখেছেন? তবে মালাইকার কাছে এমন কোনো গোপন রহস্য নেই যে সে আজীবন উদ্ভিন্ন যৌবনা হয়ে থাকবেন।
আসলে বলিউডের ছাইয়া ছাইয়া গার্ল অভিনেত্রী মালিক জানেন কিভাবে দেহের ফিটনেস ধরে রাখতে হয়। নিজের ফিটনেস ধরে রাখার জন্য প্রতিদিন ঘাম ঝরাতে হয় মালাইকাকে । শারীরিক কসরতের পাশাপাশি ডায়েটও করতে হয়।আর এবার নিজেকে ফিট রাখতে নিজেই ছেলের সাথে নেমে পড়লেন ক্রিকেট ময়দানে। চুটিয়ে ক্রিকেট খেললেন ছেলের সাথে। মালাইকার ক্রিকেট খেলার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
View this post on Instagram