বিনোদন

ইশানকে সঙ্গে নিয়ে শুভশ্রীর বাড়িতে নুসরাত জাহান, ছবি পোস্ট করলেন রাজ চক্রবর্তী

প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি নুসরতপুত্র ইশানকে। সোশ্যাল মিডিয়া থেকে ছেলেকে দূরে সরিয়ে রেখেছেন নুসরাত। বহু আগে এক ঝলক অবশ্য দেখা গিয়েছিল ইশান, তবে সে ছবি খুব একটা স্পষ্ট নয়। তবে এবার পরিচালক রাজ চক্রবর্তীর কল্যাণে মিলল ইশানের আরো এক ঝলক। সঙ্গে শুভশ্রী ও যুবান।
ব্যপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি শুভশ্রীর আরবানার বাড়িতে গিয়েছিলেন নুসরাত। সঙ্গে গিয়েছিলেন ছোট ইশান। সেখানেই যুবানের সঙ্গে খেলায় মাতল ইশান।

তবে রাজ চক্রবর্তী তার ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা গেল বারান্দায় ইশানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নুসরাত। পাশে যুবানকে কোলে নিয়ে দাঁড়িয়ে শুভশ্রী। আর এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে রাজ লিখলেন, দেখুন তো, চিনতে পারেন কিনা!

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

রাজ চক্রবর্তীর ‘শত্রু’ ছবি থেকেই টলিউডে পা রাখেন নুসরাত জাহান। সেই সময় থেকেই রাজের সঙ্গে দারুণ সম্পর্ক নুসরাতের। অনুরাগীরা তো ফের রাজের ছবিতে নুসরাতকে দেখতে চাইছেন। অনেকে আবার মনে করছেন, রাজের বাড়িতে নুসরাতের উপস্থিতি শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়। হয়তো ছবি নিয়ে রাজের সঙ্গে কথাও বলেছেন নুসরাত।

Back to top button