শুধু করিশ্মা বা করিনা নয়, পর্দার ওপারে থেকেও অবদান কোনো অংশে কম নয় এই কাপুর কন্যার
বলিউডে তারকাদের মধ্যে অধিকাংশই কাপুর খানদেন থেকে। কাপু খানদেন কিন্তু ছোট নয়। কাপুর খানদানের বিস্তার বহুদূর পর্যন্ত। আমরা চোখের সামনে এখন দেখতে পাই করিনা, করিশ্মা, রণবীর এদেরকেই। শুধু কি এনারাই। যাদেরকে পর্দার সামনে দেখা যায় তাদের জানি আমরা। কিন্তু যারা পর্দার সামনে আসনে না তাদের অনেক কিছু প্রতিভা আছে। কথাগুলি বলা হচ্ছে কাপুর পরিবারের মেয়ে শাইরা কাপুর প্রসঙ্গে।
View this post on Instagram
হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে কে এই শাইরা ? নিশ্চই কাপুর পরিবারের একজন সদস্য। করিশ্মা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুরদের একাধিক তুতো ভাইবোন আছে, যাদের মধ্যে ইনিও একজন। শাইরা হলেন শশী কাপুরের বড় ছেলে কুণাল কাপুর ও সিনা সিপ্পির মেয়ে।তার একটি ভাইও আছে। কাপুর খানদানের হলেও এরা কখনও পর্দার সামনে কাজ করেননি কোনো সময়। কিন্তু তাদেরও পর্দার সেপারে তাদেরও অবদান কিছু নয়।
পর্দার সামনে জড়তা কাজ করেন অভিনয় করেন কিন্তু পর্দার পিছনেও কারো অবদান আছে। পর্দার পিছনে কারো অবদান ছাড়া পর্দার সামনে সফলতা কিভাবে আসবে। শাইরা এখনও পর্যন্ত বেশ কিছু বলিউডের ছবি এবং বিজ্ঞাপনে আর্ট ডিজাইনার হিসাবে কাজ করেছেন। যেমন -‘গলি বয়’, ‘তুমহারি সুলু’, ‘বোম্বে ভেলভেট’।
এখন দেখা যাক যে শাইরার সঙ্গে করিশ্মা ও করিনার সম্পর্কের সূত্র কেমন।শশী কাপুরের বিয়ে হয় এক ইংরেজ অভিনেত্রী জেনিফার ক্যান্ডলের সাথে । শশী কাপুর ও জেনিফা ক্যান্ডেলের তিন সন্তান যথা কুণাল, করণ এবং সঞ্জনা। আর এই কুণাল কাপুরের বড় কন্যা হলেন শাইরা। অন্যদিকে করিনা ও করিশ্মা হলেন রাজ্ কাপুরের জ্যেষ্ঠ পুত্র রণধীর কাপুরের সন্তান। রাজ কাপুর, শাম্মী কাপুর এবং শশী কাপুর হলেন কাপুর পরিবারের দ্বিতীয় প্রজন্ম। এবং এর পরবর্তী প্রজন্ম হলেন রণধীর, ঋষি, রাজীব, রিমা কাপুর, এবং আরও অন্যান্যরা। বহুদূর পর্যন্ত বিস্তার রয়েছে এই কাপুর পরিবারের।
এবারে দেখুন কুণাল কাপুরের বড় কন্যা শাইরার হাতের কাজের কিছু ঝলক –
View this post on Instagram
View this post on Instagram