বিনোদন

নেই টিআরপি, তাই খুব শিগ্রই বন্ধ হয়ে যাবে ধারাবাহিক কাদম্বিনী

সামনের মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ‘কাদম্বিনী’। ইতিমধ্যে চ্যানেলের পক্ষ থেকে এই ধারাবাহিকের সমস্ত আর্টিস্টদের মেইল করে জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ওই ধারাবাহিকের অভিনেতা ধ্রুব সরকার এক সাক্ষাৎকারে বলেছেন যে তাদের চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে এই এমাসেই শুট বন্ধ হয়ে যাবে সম্ভবত শেষ এপিসোড দেখা যাবে অক্টোবরের ৫ তারিখে। আর খুব স্বাভাবিক ভাবেই মন খারাপ কাদম্বিনী নসিরিয়ালের কোলা কুশুলিদের।

ধ্রুব ওই সাক্ষাৎকারে আরও জানান যে এমন হঠাৎ করে ধারাবাহিক শেষ হয়ে যাওয়া তার কাছে নতুন নয়। তিনি বলেন যে নেতাজিও ঠিক এমনভাবেই হঠাৎ করেই শেষ হয়েছিল। আর নেতাজির কাজ এতো ভালো হয়েছিল বিয়ালেই তা হিন্দিতে দাবি করা হচ্ছে। আর কাদম্বিনীও সেরকমই একটি ধারবাহিক বলে তিনি ওই সাক্ষাৎকারে জানিয়েছেন। কাদম্বিনীর টিআরপি কম বলেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল। জি বাংলার পক্ষ থেকে প্রচেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বন্ধই হয়ে যাওয়ার পথে কাদম্বিনী।

তবে এই সিরিলের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন যে এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি তবে তিনি কানাঘুষো শুনছেন সিরিয়ালটির বন্ধ হয়ে যাওয়ার কথা।এর আগেও খনার বচন ধারাবাহিকের সময় বলা হয়েছিল তখন সবাই তাকে বলেছিলো যে সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনি দেড় বছর ধরে ওই সিরিয়াল পরিচালনা করেছিলেন। তবে তিনি আফসোস করে বলেছেন যে কাদম্বিনী সত্যি বন্ধ হয়ে গেলে তিনি বলবেন যে তাদের খুব কম সময় দেওয়া হলো।

তবে শুধু জি বাংলা নয় ওপর চ্যানেল ষ্টার জলসাতে চলছে “প্রথমা কাদম্বিনী”।ষ্টার জলসায় কাদম্বিনী শুরু করা হয়েছিল তার ছোট বেলার কাহিনী থেকে। আর এখানেই স্তরের কাদম্বিনীর ইউএসপি। স্টারে কিশোরী কাদম্বিনী, ওরফে সোলাঙ্কি রায় তাই দর্শকের সামনে হাজির বেড়া বিনুনি বাঁধা, ঘরোয়া স্টাইলে শাড়ি পরে।যা বাংলার ঘরে নিয়ে আসে ৭০ এর দশকের বাঙালিয়ানা।

Back to top button