বিনোদন

ওটিটি এখন ‘ধান্দা’, ওয়েবসিরিজের মান খারাপ হয়ে গেছে বলে দুঃখ প্রকাশ করলেন নওয়াজউদ্দিন

গত বছর থেকে তারকারা বিদেশে ঘুরতে না যাওয়ায় এবছরে সবারই হিড়িক পরে গেছে ঘুরতে যাওয়ার। বহু তারকাদের এখনো পর্যন্ত মালদ্বীপ ভ্রমণে দেখা গেছে। শুধু তাই নয় একের পর এক বোল্ড ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন,”লোকের কাছে খাবার নেই আর আপনারা পয়সা উড়িয়ে চলেছেন। ছুটি কাটাতে যাওয়াটা ভুল নয় কিন্তু তা দেখানোর প্রয়োজন নেই। এবার তো অন্তত একটু লজ্জা পান।”

বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি যেইসব শিল্পীদের ধিক্কার জানিয়ে বলেন,”এছাড়া আর কী করবে এঁরা ? কী নিয়েই বা কথা বলবে? অভিনয় ? সে বিষয়ে তো দু’মিনিটে হাওয়া বেরিয়ে যাবে এঁদের। মলদ্বীপকে এঁরা তামাশা বানিয়ে ছেড়েছে। আমি ঠিক জানি না পর্যটন শিল্প সংস্থার সঙ্গে এঁদের কোনও বোঝাপড়া রয়েছে কিনা। কিন্তু মানবিকতার খাতিরে এইসব ছুটি কাটানোর ছবি নিজেদের কাছে রাখুন।

আর এবার ওটিটি প্লার্টফর্ম নিয়ে দুঃখপ্রকাশ করলেন গুণী এই অভিনেতা। তিনি বলেন ‘ওটিটির শুরুটা ছিল সত্যিই ভালো এবং নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়। এ প্ল্যাটফর্মে এমন সব কনটেন্ট স্ট্রিমিং হতো, যা আমরা আগে সিনেমায় দেখিনি এবং সেটি ছিল একেবারেই ইউনিক স্টাইল। কিন্তু ইদানীং আমার মনে হয়েছে, ওটিটি তার গুণগত মান ধরে রাখছে না। অনেক কনটেন্ট আসছে, মান একদম খারাপ হয়ে গেছে। আপনি এর সঙ্গে টেলিভিশন সিরিজের তুলনা করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘স্যাকরেড গেমস’-এর পরে তিনি যখন বিভিন্ন দেশে সফরে গেছেন, অনেকেই তাঁকে চিনেছে এবং গণেশ (স্যাকরেড গেমসের চরিত্রের নাম) বলে ডেকেছে।

Back to top button