শাড়ি-ব্লাউজ ছেড়ে টাইট ফিটিং পোশাকে ‘মিঠাই’, অভিনেত্রীকে দেখে কটাক্ষ করলেন নেটিজেনরা
বর্তমানে বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। ‛মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করে এখন তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। অভিনয় দিয়ে তিনি সকলের মনজয় করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায় কতটা জনপ্রিয় সে। পর্দার মিঠাই বা মিঠি যেমন হাসিখুশি তেমনই বাস্তব জীবনেও সৌমিতৃষা বেশ হাসিখুশি।
অভিনয়ের পাশাপাশি সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ। মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিও দিয়ে নজর কাড়েন সকলের। সম্প্রতি এবার তাকে দেখা গেল আলাদা লুকে। এদিন তার প্রিয় বন্ধুর সাথে কফি ডেটে গিয়েছিল অভিনেত্রী। সেখানে গিয়েও ছবি দিতে ভোলেনি সৌমিতৃষা। তার এক হাতে ছিল চকলেট আইসক্রিমের শেক। পাশাপাশি ওই দিন বন্ধুর সাথে একটি রিল ভিডিও তিনি পোস্ট করেছিলেন। অভিনেত্রীর পরনে ছিল একটি ক্রিম রঙের ট্যাংক টপ।
View this post on Instagram
তবে সেদিন বিশেষভাবে নজর কেড়েছিল সৌমিতৃষার পোশাকটি। কিন্তু অভিনেত্রী সৌমিতৃষার পোশাক দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন নেটিজেনরা। কেননা পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তার অন্তর্বাস। আর সেই নিয়েই নেটিজেনরা বিরক্ত। এই জাতীয় খোলামেলা পোশাক পরতে দেখে, ক্ষুদ্ধ হয়েছে নেটিজেনরা।
ছবি পোস্ট করতেই একেরপর এক কমেন্ট করেছেন নেটিজেনরা। নেটিজেনদের কেউ কেউ লিখেছেন ‛একদম ভালো লাগছে না তোমাকে এই পোশাকে’। আবার কেউ লিখেছেন ‛বিশ্রী’ লাগছে। তবে আবার অনেকেই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন ‛কি মিষ্টি’। আবার কেউ হার্টের ইমোজি দিয়েছেন।