বিনোদন

গানের শো এ লাভ স্টোরি! নিজেদের মন মর্জি মতো চলেছে শো! নেট দুনিয়ায় ক্ষোভ প্রকাশ দর্শকদের

টিভির পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি শো গুলির মধ্যে একটি হল ‘ইন্ডিয়ান আইডল’। গতকাল অর্থাৎ ২ এপ্রিল এই শোয়ের ত্রয়োদশ সিজনের ফাইনাল হয়েছে। এই খেতাব জয়ের জন্য গত ৭ মাস ধরে প্রতিযোগীদের মধ্যে লড়াই চলছিল। অবশেষে সেই লড়াই থেমেছে ৬ জন প্রতিযোগীর মধ্যে। তবে এবার আশ্চর্যজনক বিষয় হল ‘ইন্ডিয়ান আইডল’ এর বিজেতা কে হবে তার চেয়ে শো শেষ হওয়া নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে।

এবারের ‘ইন্ডিয়ান আইডল ১৩’র বিচারক ছিলেন নেহা কক্কর, বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়া।১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই শো দেখতে দেখতে সাত মাস কেটে গিয়েছে। কোনও রিয়্যালিটি শো’ই এত সময় ধরে চলে না। তাই স্বাভাবিকভাবেই ‘ইন্ডিয়ান আইডল’ দেখতে দেখতেও বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকরা।

গানের শো হওয়ার সত্ত্বেও এখানে গানের চেয়ে বেশি প্রতিযোগীদের দুঃখের কাহিনী থেকে শুরু করে লাভ স্টোরি সবই দেখানো হয়েছে বলে, অভিযোগ জানিয়েছেন অনেকেই।বিদীপ্তা-ঋষির ভালোবাসার অ্যাঙ্গেল থেকে শুরু করে চিরাগ-কাব্যার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীদের বাবা -মাকেও মঞ্চে আনা হয়েছে।গত ৭ মাস ধরে গানের রিয়্যালিটি শোয়ে গানের চেয়ে এসব বেশি দেখানোর কারণে রীতিমতো চটে উঠেছে দর্শক।

টিআরপির তালিকায় ভালো ফলের জন্য শোটিকে এতদিন ধরে না চালালেও হতো বলে, অনেকে বলেছেন। অনেকে সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’এর শোএর কোথাও বলেছেন। এই শো এর ভালো টিআরপি থাকার সত্ত্বেও অক্টোবর মাসে শুরু হয়ে ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে যায়।

তারই সাথে রয়েছে আরো অভিযোগ, একটি প্রতিযোগিতামূলক শোয়ের নিয়ম হল প্রতি সপ্তাহে একজন করে প্রতিযোগীকে এলিমিনেট করা। কিন্তু সেখানে ‘ইন্ডিয়ান আইডল’এ কয়েক সপ্তাহ ধরে কোনো প্রতিযোগীকে এলিমিনেট না করায় ক্ষেপে উঠেছিল অনেকে।কোনো কিছুই তোয়াক্কা না করে টিআরপির লোভে নিজেদের মতো করে শোটিকে চালিছেন ‘ইন্ডিয়ান আইডল ১৩’ র নির্দেশকের। তাই এই শো কবে শেষ হবে সে অপেক্ষায় ছিল দর্শক।

 

BNDB.

Back to top button