বিনোদন

‘চোর’ তকমা নিয়ে গর্জে ওঠেন লোপামুদ্রা, অবশেষে নিজেই মুখ খুলে কড়া বার্তা দিলেন বিচারক জয়

জী বাংলায় একটি অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা। বহু প্রতিভা এখনই এসে খুঁজে পায় নিজেকে। গত রবিবার এই শো-এর গ্র্যান্ড ফিনালে ছিল । আর সেদিনের বিজয়ী অর্কদীপকে নিয়ে নানা তর্ক বিতর্ক চলতে থাকে দর্শকমহলে। কিন্তু দর্শক মহলে এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় যে সেখানে বিজয় হবে অনুষ্কা নয় নীহারিকা। কিন্তু দর্শকদের এই ইচ্ছে পূরণ হয় না। সেখানে প্রথম স্থান পায় অর্কদীপ। দ্বিতীয় স্থান নীহারিকা, তৃতীয় বিদিপ্তা এবং চতুর্থ অনুষ্কা, এবং তিনি জিতে নেন ‘কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার’ এবং ফেসবুক দর্শকদের বিচারে ‘ভিউয়ারস চয়েস অ্যাওয়ার্ড’।

সারেগামাপা-র এই ঘটনার পরে অনেকেই এই শো-এর বিচারকের দিকে আঙ্গুল তোলে। সাথে সাথে তাদের পদবি যে এই শো-এর সঠিক বিচার হয়নি। নেটিনজেনরা বেশ ক্ষুব্ধ হয় যে কেন অর্কদীপ সেরা হল। তাদের দাবি বিচারকরা টাকার বিনিময়ে এই বিচার করেছেন। রাগে, ক্ষোভে বিচারকদের তারা ‘বজ্জাত’, ‘খারাপ’, ‘চোর’ তকমা দিতেও দ্বিধা বোধ করেননি।

নেটিজেনদের দাবি গায়ক অর্কদীপ টাকা দিয়ে ‘সেরা’ সম্মান কিনেছে। তাদের ধারণা এর পিছনে জয় সরকারের হাত রয়েছে। তাদের কাছে জয়ী মানেই হয় নীহারিকা কিংবা অনুষ্কা। মোটকথা অর্কদীপের জয় অনেকেই মেনে নিতে পারছেন না।এই শো-এর দুজন জনপ্রিয় বিচারক শ্রীকান্ত ও জয় সরকারের উপর নেটিজেনদের খুব বেড়ে যায়।এই প্রসঙ্গে মুখ খুলেছেন ইমন চক্রবর্তী, অর্কদীপ মিশ্র স্বয়ং, জয় সরকারের স্ত্রী লোপামুদ্রা, এবার মোক্ষম জবাব দিলেন জয়া সরকার নিজে।

জয় সরকারের দিকে আঙ্গুল ওঠার পরে গায়ক জয় নিজেই এর মোক্ষম জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন,”গানকে প্রচণ্ড ভালবাসলে তবেই এই অনুভূতি আসে। এবং সেই অনুভূতির জোয়ারে ভেসে তাৎক্ষণিক কিছু নেতিবাচক মন্তব্যও চলে আসে। যেটি সোমবার থেকে নেটমাধ্যমে দেখা যাচ্ছে।” আর তারপরেই তিনি বলেন করা ভাষায়,”গত ১০ বছর ধরে তিনি এই প্রতিয়োগিতার বিচারক হিলেন, ১০ বছর ধরেই কি প্রতিযোগীদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন? ” তারপর জয় সরকার আরো যোগ কে বলেন,”আলি আকবর খাঁ সাহেবও এক সময় বলেছিলেন, সঙ্গীত সমুদ্রের মতো। এক জীবনে তাকে জানা অসম্ভব।”

Back to top button