বিনোদন

‘তোমাদের ফুসফুস পচে যাক তোমাদের দম বন্ধ হয়ে আসুক’ রেগে গিয়ে জয়া দিলেন অভিশাপ

চারিদিকে এমনিতেই করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই করোনাতে এবারে মানুষের অসুবিধা হল স্বাস নেওয়া। কারণ এখন রোগীদের অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে পাশাপাশি হাসপাতালে নেই সঠিক পরিমানে অক্সিজেন। এইরকম পরিদস্থিতিতে পদ্মার সুন্দরী জয়া আহসান বলেছেন তোমাদের ফুসফুস পচে যাক! কেন অভিনেত্রী মৃত্যু কামনা করলেন? সম্প্রতি চলে গেল world earth day, এদিন অভিনেত্রী সকাল ৮ টায় একটি ভিডিও করেন। এবং পরে সেটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “ভিডিও টা গতকাল সকাল ৮ টার,ছাদে উঠেই থমকে গেলাম। যেন অবিকল কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের সেট পড়েছে শহরজুড়ে। ধোঁয়া ধোঁয়া, চারপাশে সব অস্পষ্ট। ধুলো আর ধোঁয়া মিলে ধোঁয়াশার পেটে পুরো শহর। চোখ বেশি দূর চলে না। শ্বাস নিতে কষ্ট হয়। হায়, আমার শহর।”।

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে সকল দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তার অভিনয় জগতে পা রাখা একটি আশ্চর্য বিষয়। তিনি কখনওই কল্পনা করেননি যে তিনি অভিনয় করবেন। জয়া আহসান এমনই একজন অভিনেত্রী যার বয়স বাড়ে না, যার মেদ গায়েব হয়ে যায়, যার চোখের চাউনিতে ঝরে মায়া।

জয়া ২০০৪ সালে অভিনয় জগতে আসেন। মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জগতে প্রবেশ ঘটে। বাংলাদেশে প্রচুর পুরস্কার পান তিনি। এরপর দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন জয়া আহসান। ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রণ পান অভিনেত্রী যায় আহসান।পদ্মার ইলিশ যেমন বাংলার মুখে লেগে থাকে তেমনই জয়া সুন্দরীর অভিনয় দক্ষতা বাংলার দর্শকদের চোখে লেগে রয়েছে। বয়স বাড়লেও জেলা একটুও কমেনি অভিনেত্রীর। ঈগলের চোখ, রাজকাহিনী, বিসর্জন, দেবী, বিজয়া, কণ্ঠ এর মতন প্রভাবশালী সিনেমায় অভিনয় অভিনয় করতে দেখা যায় জয়া আহসানকে।

অভিনেত্রীর সেই ভিডিওতে দেখা যাচ্ছে শহরের চারিদিক জুড়ে শুধু ধুলো আর ধোয়া, সবকিছু মিলে তৈরী হয়েছে ধোঁয়াশা। তার সাথে সাথে অভিনেত্রী আরো লিখেছেন,” তোমাদের ফুসফুস পচে যাক। তোমাদের দম বন্ধ হয়ে আসুক। একদিন তোমরা সবাই মরে যাও। এই শহর বেঁচে থাকবে, একাই। বাবা, এর নাম উন্নয়ন। হায়, আমার শহর!” অবশ্য অভিনেত্রীর এই পোস্ট দেখে কেউ কোনো কুমন্তব্য করেননি। সকলে তার রাগের মূল কারণ বুঝতে পেরেছেন।

Back to top button