টেনিসকে পিছনে ফেলে,ওয়েব সিরিজের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখবেন সানিয়া মির্জা
বলিউডের সাথে ক্রীড়া জগতের রয়েছে এক অবিচ্ছিন্ন সম্পর্ক। তবে শুধুন যে ক্রিকেটের সাথেই বিনোদন জগতের সম্পর্ক রয়েছে তাই নয় এবার সেই সম্পর্ক স্থাপন হলো টেনিস কোর্টের সাথেও। টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবার পা দিতে চলেছেন অভিনয় জগতে।
বলিউডের সাথে অনেক আগে থেকেই সানিয়া মির্জার সম্পর্ক ছিল এমনকি তাকে দেখা গিয়েছিলো বলিউডের বিভিন্ন পার্টিতে। তবে এবার তিনি একেবারে প্রস্তুত হয়েই নামতে চলেছেন পর্দায় যা শুনে রীতিমতো তার ফ্যানেরা অবাক। আর এই বিষয়ে সানিয়া মির্জা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি একটি ওয়েব সিরিজের মাধ্যমেই এই জগতে প্রবেশ করতে চলেছেন।
তবে তার আপকামিং ওয়েবসিরিজ যে শুধু বিনোদনে ভরপুর থাকবে তা নয় থাকবে সামাজিক এক বার্তা। আসলে মারণ রোগ যক্ষার বিষয়ে মানুষকে সচেতন করার জন্যই তিনি একটি ওয়েবসিরিজে অভিনয় করবেন বলে জানা গেছে। আর তার অভিনীত এই ওয়েবসিরিজে থাকবে ৫ টি এপিসোড। এই ওয়েবসিরিজে দেখানো হবে দেশজুড়ে লকডাউন চলাকালীন যক্ষায় আক্রান্ত রোগীদের মধ্যে কি প্রভাব পড়েছে। সেই বিষয় ফুটিয়ে তোলা হবে এই ওয়েবসিরিজে।
এই প্রসঙ্গে সানিয়া মির্জা বলেছেন “আসলে আমাদের দেশের যক্ষারোগ এখন এমন একটি পরিস্হিতির মধ্যে যেটা করোনা কালে আরও বেশী ক্ষতিকারক। মানুষের দেহে নিঃশব্দে বাসা বাঁধছে এই রোগ, দেখা যাচ্ছে যাদের এই রোগ হচ্ছে তাদের বয়স ৩০ এর নিচেই। তাই এইসব ভেবেই ওয়েব সিরিজের মধ্যে পা বাড়ানো। মানুষকে এইসবের থেকে সচেতন করা জন্যই এই পথ, যেটা আগামী কয়েকদিনের মধ্যেই দেখা যাবে স্যোশাল মিডিয়ায়”