বিনোদন

নীলকে ছেড়ে অন্য একজনকে আদরে ভরিয়ে দিলেন তৃণা! ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়

অভিনয় জগতে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন তৃনা সাহা। বহু বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও পার্শ্ব চরিত্র করতে দেখা গিয়েছে তাকে।‘খড়কুটো’ ধারাবাহিকে নিজের অভিনয়ের মাধ্যমে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। তাই ভক্তদের কাছে তিনি আসল নামের পরিবর্তে গুনগুন নামেই বেশি পরিচিত।

বর্তমানে তাকে দেখা যাচ্ছে বালিঝড় ধারাবাহিকে। যেখানে তিনি ঝরার ঝোরা অভিনয় করছেন। ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে ঘটিত এই ধারাবাহিকটিতে রাজনৈতিক প্রেক্ষাপট ও রয়েছে। গল্পে দেখানো হয় যে, জোড়া স্রোত নাম একটি ছেলেকে ভালোবাসলেও, তার বাবার সহকর্মী মহার্ঘ্যর সাথে বিয়ে করতে করতে বাধ্য হয় সে। কিন্তু বিয়ের কিছুদিনের পর থেকেই মহার্ঘ্যর প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে প্রকাশ পেলেও ঝোরা তা বুঝতে পারে না।

অভিনয় জগৎ ছাড়া বাস্তব জীবনেও তৃণা সাহা বিবাহিত। কয়েক বছর আগে অভিনেতা নীলের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তাদের এই জুটিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। তবে এবার নীলকে ছেড়ে অন্য একজনকে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী তৃণা সাহা। তা জানার পর রীতিমতো শোরগোল নেটপাড়ায়।

আসলে আপনারা যা ভাবছেন তা মোটেই নয়। নীলকে ছাড়া যাকে অভিনেত্রী আদর করছেন, সে হলো তৃণার পোষ্য ছোট্ট কুকুর চিনি।তাকে আদর করা অবস্থায় বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ভক্তরাতো বটেই এমনকি অনেক তারকারাও সেখানে কমেন্ট করেছেন।

Back to top button