কঠিন রোগ ক্যান্সারে আক্রান্ত কিরণ খের, স্বামী অনুপম খের জানালেন বর্তমান শারীরিক অবস্থার কথা
বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অনুপম খের। নিজের অভিনয় ও কমেডির মাধ্যমে সকল দর্শকদের কাছে বেশ জন্যপ্রিয় হয়ে উঠেছেন অভিনেতা। তার স্ত্রী কিরণ খের অভিনয় জগৎ-এ বেশ জনপ্রিয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর অসুস্থতার কথা জানান কিরণ খের। তিনি ১ এপ্রিল জানান যে তার স্ত্রী কিরণ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। কঠিন সময়ে অভিনেতা স্ত্রীর পাশেই আছেন। সোশ্যাল মিডিয়ায় অনুপম খের লেখেন,”অনেকদিন ধরেই নানান জল্পনা শুরু হয়েছিল কিরণের শারীরিক অবস্থা নিয়ে৷ তবে এটি কোনো গুজব নয়, কিরণ ভুগছেন মাল্টিপল মায়লোমায়৷ এটা একটি ধরনের ব্লাড ক্যান্সার৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে এবং আমরা নিশ্চিত যে কিরণ এই যুদ্ধ জয়ী হবেন৷ কিরণ খুবই সাহসী মানসিকতার এবং লড়াকু৷”
স্বামী স্ত্রী দুজনেই অভিনয় জগতে বেশ ফেমাস। দুজনের মধ্যে কমেনি ভালোবাসা। অনুপম খের আরও লেখেন,”তিনি খুবই ভাগ্যবান যে কিরণের চিকিৎসা করছেন যোগ্য চিকিৎসকরা৷ কিরণ খুব বড় মনের মানুষ, তাই অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছেন ৷ তাঁর জন্য আর্শীবাদ ও প্রার্থনা করুন, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।” স্ত্রীর অসুস্থতার কথা শুনে অভিনেতা নিজের শ্যুটিং ছেড়ে দ্রুত দেশে ফিরে আসলেন। জনপ্রিয় হলিউড ওয়েব সিরিজ ‘নিউ আমস্টারডাম’ এর ‘ডঃ কাপুর’-এর পরিচালনায় অভিনয় করছিলেন অভিনেতা।
অনুপমক খের-এর একটাই কথা স্ত্রী যেন তারাতারি সুস্থ হয়ে ওঠেন। স্ত্রীর জন্য শ্যুটিং ছেড়ে চলে এলেন অভিনেতা কিন্তু তাতেও কোনো আক্ষেপ নেই অভিনেতার। কিরণ একদিকে যেমন খুব ভালো অভিনেত্রী তেমনি চন্ডীগরের বিজেপি সাংসদ। অনেক দিন থেকেই তিনি অনুপস্থিত। যার জন্য নানান মন্তব্য করেন অনেকে। এর পরেই এক সাংবাদিক সম্মেলনে চন্ডীগড়ের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট অরুণ সুদ প্রথম প্রকাশ্যে আনেন কিরণের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। বর্তমান অভিনেত্রীর পাঞ্জাবে চিকিৎসা চলছে ।
তবে অভিনেত্রীর এই কঠিন রোগাক্রান্তের কথা প্রকাশ্যে আসতেই সকল দর্শকরা চিন্তায় পরে আছে। মাল্টিপেল মেলোমায় হল এমন এক ধরণের ক্যানসার, যেখানে রক্তরস কোষ প্রভাবিত হয় এবং ম্যালিগ্যান্টিক প্লাজমা কোষের বৃদ্ধির ফলে হাড়ের দুর্বলতা বেড়ে যায়। বলিউড অভিনেতা অনুপম খের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আগের থেকে অনেকটাও ভাল আছেন কিরণ। কিরণ সুস্থ হচ্ছে ধীরে ধীরে। কিন্তু মাইলোমার জন্য ও যে ওষুধ খাচ্ছে তাঁর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তার জন্য কিছুটা চিন্তায় আছেন তিনি। চিন্তায় অনুরাগীরা। তবে দ্রুত সুস্থ হয়ে প্রার্থনা করেছেন সকলে ।
View this post on Instagram