জাহ্নবী বেলি ডান্সে ঝড় তুলেছিলেন পুরুষ হৃদয়ে, তবে এ বারে ‘এই’ কাজে মন দিলেন নায়িকা
জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরকে কেই বা না চেনে। সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণভাবে একটিভ। সেই কারণে তিনি বেশ চর্চায় থাকেন নেটিজেনদের মুখে। মাঝে মধ্যেই তিনি নিজের হুট লুকের ছবি পোস্ট করে ঘুম কেড়ে নেন নেটিজেনদের। ছুটি কাটাতে তিনি উড়ে গিয়েছিলেন এক নির্জন দ্বীপে। তাঁর সঙ্গে ছিলেন নিজের টিম মেম্বাররাই। সেখান থেকেই করেছিলেন জাহ্নবী। ভিডিওতে কার্ডি বি-র হিট গান ‘আপ’ এর তালে নাচতে দেখা গিয়েছে তাকে।
জাহ্নবীকে তাঁর ট্রেনের নম্রতা পুরোহিতের সঙ্গে একই স্টেপে নাচ করতে দেখা গিয়েছে। নায়িকার পরনে রয়েছে সাদা টপের সঙ্গে ব্লু ডেনিম। আর তাঁর ট্রেনার ধরা দিয়েছেন নীল রঙের বিকিনি টপের সঙ্গে গোলাপি এবং হলুদ প্যান্ট পরে। সুইমিং পুলের ধারে জমিয়ে নাচ করছেন তারা। জাহ্নবীর এই নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
বেলি ডান্সে যেন প্রায়ই পুরুষ হৃদয়ে ঝড় তুলতে দেখা যায় জাহ্নবী কাপুরকে। তবে এবার সেই সব কিছু ভুলে জাহ্নবী মন দিয়েছেন অন্য কাজে। কিন্তু হঠাৎ বেলি ডান্স, বোল্ড ছবি ছেড়ে অন্য কি কাজে মন দিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ।জানা গিয়েছে, এই লকডাউনে সময় নষ্ট না করে বাড়িতেই কাজে মন দিয়েছেন জাহ্নবী কাপুর । জাহ্নবী বেছে নিয়েছেন রং আর তুলি। তিনি ছবি আঁকছেন, রঙ করছেন আর একের পর এক সেগুলো Instagram অ্যাকাউন্টে পোস্ট করছেন।
View this post on Instagram
যা প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের। জাহ্নবির সেই সব ছবি যেন ভাইরাল নেটদুনিয়ায়। ছবি গুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জাহ্নবী কাপসেন লিখেছেন, সেই ছবি আঁকার দিনগুলো আবার ফিরে এসেছে। তার সঙ্গে দু’টো স্টিকারও যোগ করেন তিনি।জানা যায়, গত বছর লকডাউনেও বাড়িতে বসে ছবি আঁকতে মন দিয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জাহ্নবী। যা ভাইরাল হয়েছিল রীতিমতো।
View this post on Instagram