বিনোদন

অবশেষে অপেক্ষার অবসান, জানা গেল রামপ্রসাদ সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ!

দর্শকরা অপেক্ষা করছেন আবার সব্যসাচীকে পর্দায় দেখার জন্য। তিন মাস আগে জানা গিয়েছিল স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক রামপ্রসাদ। বাংলার সর্বাধিক জনপ্রিয় শাক্ত কবি ও সাধক রামপ্রসাদ সেনের জীবন কাহিনীকে কেন্দ্র করে তৈরি এই ভক্তিমূলক ধারাবাহিকটি। কিন্তু গত তিন মাসে এই সিরিয়ালের শুধু একটি মাত্র প্রোমো পাওয়া গিয়েছে। টিভির পর্দায় আজও সম্প্রচার হল না সিরিয়ালটির। কবে আসছে রামপ্রসাদ?
কোন ধারাবাহিকের জায়গা ছিনিয়ে নেবে নতুন এই সিরিয়াল?

বর্তমানে এইসব প্রশ্নই ভাবাচ্ছে ভক্তদের। তবে এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে স্টুডিও পাড়া থেকে মিলল বড় আপডেট। এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, রামপ্রসাদ সিরিয়ালের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলার কাছে এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি রামপ্রসাদ সিরিয়ালে তার থাকার খবরটা জানিয়েছেন। রামপ্রসাদের অংশ হতে পেরে ভীষণ খুশি সায়ক।

তবে স্টার জলসার এই নতুন সিরিয়াল রামপ্রসাদের সম্প্রচার আজ পর্যন্ত হয়নি কিংবা জানাজানি হয়নি এর সম্প্রচারের দিনক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে আসছে এই নতুন সিরিয়াল? অনুমান করা হচ্ছে এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে দর্শকদের অপেক্ষার অবসান হবে।

কারণ রামপ্রসাদ সম্প্রচার হওয়ার সময় এবার এগিয়ে এসেছে। এই নতুন ধারাবাহিকের সম্ভাব্য স্লট সম্পর্কেও জানা গিয়েছে। শীঘ্রই গুড্ডি এবং গাঁটছড়া ধারাবাহিক দুটি বন্ধ হয়ে যাবে। তবে রামপ্রসাদ এই দুটি সিরিয়ালের মধ্যে যেকোনো একটির স্লট পাবে।

Back to top button