পিরিয়ড নিয়ে নয় কোনো ছুৎমার্গ, এবারে সামাজিক বার্তা নিয়েই ফিরছে ‘কড়ি খেলা’ ধারাবাহিক
জী বাংলার একটি অতি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘কড়ি খেলা’। কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল এই ধারাবাহিক। মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ‘কড়ি খেলা’ আবারও নতুন করে জি বাংলায় ফিরে আসছে। বর্তমান সারা দেশ জুড়ে করোনা অতিমারীর কারণে বন্ধ রয়েছে শ্যুটিং ফ্লোর ও সিনেমা হল সমস্ত কিছু। যার জন্য অনেক সিরিয়ালের শিল্পীরা আবার বাড়ি থেকে মোবাইলে শুটিং করে পাঠাচ্ছেন। কিন্তু সেটা কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন উঠছে । ফলে জি বাংলা আর কোনো ঝুঁকি না নিয়ে ফিরিয়ে নিয়ে আসছে হঠাৎই বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় সিরিয়াল ‘কড়ি খেলা’।
সকল ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের গল্প কিছুটা আলাদা। এই গল্পে সিঙ্গল মাদার পারমিতার জীবন নিয়ে তৈরী হয়েছিল ‘কড়ি খেলা’-র চিত্রনাট্য। পারমিতা একই তার ছেলে কুট্টুসকে বড় করে তোলে। পারমিতার মা চান, পারমিতা আবারও বিয়ে করে নিজের সংসার পাতুক। কিন্তু পারমিতা রাজি নয়। ঘটনাচক্রে একদিন তার দেখা হয় অপূর্ব সাথে। তারপর অপূর্বর সাথে বিয়ে হয় পারমিতার। কিন্তু ৫০ টি পর্ব সম্প্রচারিত হওয়ার পর হঠাৎই বন্ধ হয়ে গেল এই ধারাবাহিকটি।
‘কড়ি খেলা’-র সম্প্রচার শুরু হয়েছিল চলতি বছরের 8 ই মার্চ। তারপরেই বন্ধ হয়েছিল হঠাৎ। কিন্তু ‘কড়ি খেলা’ এবার ফিরছে পারমিতা ও অপূর্বর বিবাহিত জীবনের কাহিনী নিয়ে।পারমিতার চরিত্রে অভিনয় করছেন শ্রীপর্ণা রায়। অপূর্বর চরিত্রে অভিনয় করছেন আনন্দ ঘোষ। ইতিমধ্যেই আবার ভাইরাল হয়ে গেছে ‘কড়ি খেলা’ ধারাবাহিকের প্রোমো ।
এবারের দেখানো প্রোমোতে দেওয়া হয়েছে সামাজিক বার্তা। পিরিয়ড নিয়ে ছুতমার্গ নয়। অপূর্বর বড় মেয়ে প্রথমবারের জন্য রজস্বলা হন। আর এতে স্বাভাবিক ভাবেই তার ভিতরে ভিতরে চলতে থাকে অস্বস্তি। নিজের বাবাকে সে কথা খুলে বলার সাহস টুকু হয় না। যদিও মেয়ের মনের কথা বুঝতে পারেন সৎ মা পারমিতা। তিনিই সৃজাকে জড়িয়ে ধরে বোঝান বিষয়টি সম্পর্কে। তবে কি এবারে দূর হতে চলেছে মা-মেয়ের দূরত্ব!