বিনোদন

পাতলা ফিনফিনে পোশাকে হানি সিং-এর সঙ্গে অন্তরঙ্গ নাচ নেহা কক্করের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বলিউডে ট্রেন্ডিং এখন একটাই নাম। আর তিনি হলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। কিছুদিন আগেই নেহা -রংপ্রীতের বিয়ে নিয়ে দেখা যায় বেশ জল্পনা -কল্পনা। তবে শেষে গায়িকা নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের থেকে ৮ বছরের ছোট গায়ক রোহনপ্রীতকে বিয়ে করেছেন। আর তার বিয়ে নিয়েও অনেকেই তাকে ট্রল করেছেন। শুরুতে অনেক সমালোচক বলেছিলেন যে এবারেও নেহা বিয়ে করবেননা। খবরে থাকার জন্য এমন কাজ করছেন নেহা -রোহনপ্রীত। তবে শেষ পর্যন্ত সমস্ত অপবাদ মিথ্যে প্রমান করে সোশ্যাল মিডিয়াতেই দেখা গেলো নেহা -রোহণপ্রীতের বিয়ের ছবি।

আর এবার নেহাকে নিয়ে শুরু হয়েছে নতুন গসিপ। কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে জনপ্রিয় এই গায়িকাকে নাইটি পরে পর পুরুষের সাথে নাচ করতে। আর সেই ভিডিও দেখেই আবার নেহার বিরুধ্যে উঠেছে সমালোচনার ঝড়। অনেকেই বলেছেন এই মেয়ে ভারতীয় নারীর লজ্জার মাথা খেয়ে নিয়েছে। যদিও গায়িকার নাচার বিষয় নিয়ে কারো অসুবিধা নেই। অসুবিধা হলো নায়িকার পরনের পোশাক নিয়ে।

সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে যে নেহা হানি সিং গাওয়া একটি গানের সাথে কোমর দুলিয়ে নাচ করছেন আর সেই সময় তার পরনে ছিল পাত;লা ফিন ফিনে শিপনের নাইটি। নেহা যদিও বেশিরভাগ সময় হাসি খুশি স্বভাবের গান ও নাচ নিয়েই থাকতে ভালোবাসেন কিন্তু এরকম নাচ বিয়ের পর অনেকের কাছে অপছন্দের। পরিশেষে জানা গেলো যে এই নাচের ভিডিওটি বিয়ের দু মাস আগের রেকর্ড করা। যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিয়ের কিছুদিন পর।

Back to top button