করোনা পরিস্থিতিতে ইন্ডাস্ট্রি কোণঠাসা, পারিশ্রমিক কমাতে রাজি টলিউডের সেলেবরা ?
শিল্প হোক বা সিনেমা সব ইন্ডাস্ট্রি চলে লাভ -লোকসানের নিয়মের আবর্তে।সিনেমা ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়। একটি সুপারহিট সিনেমার লেভার টাকা বিনিয়োগ করা হয় অনন্য নতুন সিনেমাতে। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে সিনেমা হল বন্ধ থাকায় হলে মুক্তি পায়নি একটিও ছবি তাই প্রযোজকদের ঘরে আসেনি কোনো লাভের অংক।
বলিউড যদিও ওটিটি প্লার্টফর্মে ছবি মুক্তি দিয়ে কিছুটা লক্ষ্মী লাভ করেছে। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে তা হয়ে ওঠেনি। তাই প্রযোজকদের পকেটে এখন পড়েছে টান আর সেই টান দেখা যাচ্ছে সিনেমা নির্মাণের ক্ষেত্রেও। জানা গেছে নতুন সিনেমার জন্য কলাকুশলীদের পারিশ্রমিক কমানোর জন্য অনুরোধ করা হয়েছে। কারণ অভিনেতা -অভিনেত্রীদের পেছনে প্রযোজকদের খরচ হয়ে যায় ছবি নির্মাণের একটি মোটা অংশের টাকা।
প্রযোজকদের অনুরোধে সারা দিয়ে ইতিমধ্যে বলিউডের শাহিদ কাপুর ও বরুন ধাওয়ান রা তাদের পারিশ্রমিক কমের কথা জানিয়ে দিয়েছে। টলিউডের অভিনেতারাও পারিশ্রমিক কমানোর ক্ষেত্রে সায় দিয়েছেন কিন্তু সেই সাথে তাদের চিন্তা একবার কম দামে কাজ শুরু করলে সেটা না পরবর্তীতে যেন একই দামে না থেকে যায়।
তবে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে দেব সকলেই বলেছে ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধ রাখা যাবেনা। আর কাজ চালু রাখার জন্য তারা সাময়িকভাবে পারিশ্রমিক কমাতেও রাজি। অপরদিকে টিভি সিরিয়ালের অধিকাংশ কলাকূশলীরাও এখন প্রযোজকদের অনুরোধে কম পারিশ্রমিকেই কাজ করছেন। তবে তাদের আশংকা সংসার খরচ তাদের সামলাতে হয় তাই পরিস্থিতি ঠিক হলে আবার আগের পারিশ্রমিকেই কাজ করার জন্য তারা আশাবাদী।