বিনোদন

‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে দুর্ধর্ষ পর্ব, এবার প্রিন্সিপাল-এর ভূমিকায় ইন্দিরা

স্টার জলসার জনপ্রিয় বাংলা মিডিয়াম সিরিজ। এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা রায় এবং অভিনেতা নীল ভট্টাচার্য। এই ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জুটিকে ফিরিয়ে আনে।

বাংলা ও ইংরেজি মিডিয়ার লড়াই দিয়ে শুরু হয়েছিল সিরিজটি। ইন্দিরা ছিলেন বাংলা মাধ্যমের ছাত্রী এবং পরে ইংরেজি মিডিয়ামে শিক্ষিকা হয়।এরপর গল্পটা অনেকটাই গড়ে ওঠে।

সদ্য ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। এতদিন আমরা ইন্দিরাকে শিক্ষিকা হিসেবে দেখেছি। তবে এবার প্রিন্সিপাল-এর ভূমিকায় দেখতে পাবেন দর্শক। এই প্রোমো ইন্দিরা সহ অন্যান্য শিক্ষকরা ভিকি স্কুলের সামনে বিক্ষোভ দেখান। ভিকি রেগে ইন্দিরার হাত ধরে তাকে প্রিন্সিপাল-এর চেয়ারে টেনে নিয়ে যায়। মানে এখন থেকে ভিকির স্কুলের প্রিন্সিপাল হবেন ইন্দিরা। কীভাবে গোটা স্কুল আগামীদিনগুলিতে সামলাবে দেখুন।

Back to top button